কলকাতার সবুজায়ন!
কংক্রিট
আর ইঁট-সুরকি ভরা শহরগুলোয় সবুজকে ফিরিয়ে আনার চেষ্টা প্রায়
সব দেশেই চলছে। সেই প্রচেষ্টা কলকাতায় কতটা সাফল্যলাভ করেছে
- সেটা স্থির করবেন শহরের বাসিন্দারা। তবে এটা সত্য যে,
কোথাও কোথাও মালিক বা বাড়ির বাসিন্দাদের অবহেলার সুযোগ নিয়ে
সবুজ নিজেই ফিরে আসার চেষ্টা করছে। তার ফলাফল কিন্তু ভয়াবহ।
অভিজিত দাশগুপ্ত কিছুদিন আগে সেন্ট্রাল অ্যাভেনিউ দিয়ে যাবার সময় গাড়ি থেকে নীচের ছবিগুলো তুলেছেন। এরকম আরও সবুজ-আক্রান্ত
দালান নিশ্চয় অনেকের চোখে পড়েছে। ছবিগুলো দেখে মনে হয়, এদের মধ্যে 'হেরিটেজ বিল্ডিং'-ও কয়েকটি আছে। বাড়িগুলো যেখানে, সেখানে জমির দাম আকাশ-ছোঁয়া। হেরিটেজ বিল্ডিং নাকি এমনিতে ভাঙ্গা যায় না। কিন্তু নিজের থেকেই যদি ভেঙ্গে যায়? তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক,
এই অবহেলা কি ইচ্ছাকৃত?