প্রথম পাতা


পরিবেশ


বিজ্ঞান


স্বাস্থ্য


ছোটদের বই

ছোটদের ছড়া

ছোটদের গল্প

নিজেদের পাতা


 

 

সবুজ দুধের ক্ষীর

সুজন দাশগুপ্ত

 




নামটি আমার ঘ্যানঘ্যান সিং
সবাই ডাকে বীর
বিক্রি করি জামবাটিতে
সবুজ দুধের ক্ষীর।

এই সেরেছে লোকটা আবার
জ্বালিয়ে খাবে প্রাণটা আমার




এই যে দাদা, অনেক ঘুরে
ক্ষীর এনেছি পাত্রে পুরে
টাটকা ঘন কালচে সবুজ
দেখেই হবে মনটা অবুঝ।



মাপ কর ভাই ঘ্যানঘ্যান সিং বীর
চাই না খেতে সবুজ দুধের ক্ষীর।




অবাক করলে এমন দারুণ খাবার
সুযোগ এরম আসেই বা আর কবার!
হয়তো তুমি চাওনা খেতে
ভরদুপুরে চেয়ার পেতে।


চাও কি খেতে চাঁদনী রাতে
চৌকি পেতে একলা ছাতে?

খাবো না আমি রাতে
একলা বসে ছাতে;




কারণ কেন বলছি শোনো ঘ্যানঘ্যান সিং বীর,
চাইনা খেতে তোমার আনা সবুজ দুধের ক্ষীর।


চাও কি খেতে যখন তুমি
কাটছো সাঁতার জলে?



চাও কি খেতে যখন তুমি
সিনেমা দেখো হলে?



খাবো না আমি জলে
সিনেমা দেখে হলে
চাই না খেতে রাতে
চৌকি পেতে ছাতে



যতই বল খাবো না তোমার সবুজ দুধের ক্ষীর
দেখেই গা-টা করছে কেমন, ঘ্যানঘ্যান সিং বীর।


চাও কি খেতে যখন তুমি
চরাও গরু মাঠে?



চাও কি খেতে যখন তুমি
গড়াও শুয়ে ঘাটে?



খাব না আমি মাঠে
গড়িয়ে শুয়ে ঘাটে
খাব না আমি জলে
সিনেমা দেখে হলে
চাইনা খেতে রাতে
চৌকি পেতে ছাতে



কোথাও আমি খাব না এটা বলছি তোমায় সিধে
সবুজ ক্ষীরের বহর দেখেই উধাও আমার খিদে।


চাও কি খেতে
উঠবে যখন প্লেনে?



চাও কি খেতে
চাপবে যখন ট্রেনে?



খাব না আমি প্লেনে
খাব না চেপে ট্রেনে
খাব না আমি রাতে
চৌকি পেতে ছাতে
খাব না আমি জলে
সিনেমা দেখে হলে
খাব না আমি মাঠে
গড়িয়ে শুয়ে ঘাটে

বলছি তোমায় চুপটি করে একটু শোনো স্থির
মোটেই আমি চাইনা খেতে সবুজ দুধের ক্ষীর।


গিন্নী যদি সাধে?



গুণ্ডা যদি বাঁধে?



মারুক ধরুক সাধুক কাঁদুক আসবে যাবে ঘেঁচু
মুখটি বুজে থাকব আমি করবে আমার কচু!

ফল হবে না সেধে
কিংবা ধরে বেঁধে
খাব না আমি রাতে
চৌকি পেতে ছাতে
খাব না আমি প্লেনে
খাব না চেপে ট্রেনে
খাব না আমি জলে
সিনেমা দেখে হলে
খাব না আমি মাঠে
গড়িয়ে শুয়ে ঘাটে



কারণ আমার পেটটা গোলায় গা করে শিরশির
ভাবতে গেলেই খাচ্ছি আমি সবুজ দুধের ক্ষীর !


কখনো বুঝি খাও নি আগে
সবুজ দুধের ক্ষীর ?

ঠিক ধরেছ,
খাই নি আমি ঘ্যানঘ্যান সিং বীর।


দোহাই তোমার মাথার দিব্বি একটু খানি চাখো
লাগলে খারাপ না হয় বোল কথা আমার রাখো



সিকি চামচ দিচ্ছি তোমায় ওষুধ ভেবেই খাও ...
লাগছে কেমন? বিচ্ছিরি খুব -
তাই কি বলতে চাও?

বলছি আমি বলছি রোস, ঘ্যানঘ্যান সিং বীর,
অপূর্ব এ খাদ্য ভায়া সবুজ দুধের ক্ষীর !
চাওতো আমি করছি একে এক চুমুকে সাবাড়
সেই সুযোগে আনাও আরও সুস্বাদু এই খাবার।



খাব যে আমি রাতে
চৌকি পেতে ছাতে
খাব যে আমি জলে
সিনেমা দেখে হলে
খাব যে শুয়ে মাঠে
গড়িয়ে শুয়ে ঘাটে
খাব যে আমি প্লেনে
এবং চেপে ট্রেনে
নাও যদি কেউ সাধে
কিংবা কষে বাঁধে।

শুয়ে বসে দাঁড়িয়ে আমি ঘ্যানঘ্যান সিং বীর
চকাৎ চকাৎ সাবড়ে যাব সবুজ দুধের ক্ষীর ।



( 'খিলখাবানার গাম্বিলো' বইয়ে পূর্ব-প্রকাশিত। ডক্টর স্যুসের একটি কবিতার ভাবালম্বনে)



লেখক পরিচিতিঃ প্রায় পাঁচ দশক ধরে আমেরিকা প্রবাসী। এক সময়ে পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন - এখন মাঝে মধ্যে। ধাঁধা ও রহস্যকাহিনীর ওপর গোটা বারো বই আছে। অবসর.নেট ও বাংলা মিস্ট্রি.কম-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক।


(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।