প্রথম পাতা


পরিবেশ


বিজ্ঞান


স্বাস্থ্য


ছোটদের বই

ছোটদের ছড়া

ছোটদের গল্প

নিজেদের পাতা


 


গ্রহ এবং তারা


রাতে যদি বাড়ীর বাইরে দাড়াও, আকাশের দিকে তাকালে দেখতে পাবে অজস্র ছোট ছোট আলো। কিছু আলো স্থির, বেশির ভাগ আলোই মিটমিট করছে। যেগুলি স্থির সেগুলি গ্রহ। আর যেগুলি মিটমিট করছে সেগুলি তারা। পৃধিবী একটা গ্রহ, কিন্তু সূর্য একটা তারা। তারার নিজের আলো আছে, গ্রহের কোনো নিজস্ব আলো নেই। গ্রহরা সূর্যের আলো প্রতিফলিত করে, আমরা সেই আলো দেখতে পাই।

আমাদের সৌরজগতে ৮ টা গ্রহ এবং ৬০ এর বেশী সংখ্যক চাঁদ ও অন্যান্য বস্তু সূর্যের চারদিকে ঘুরছে।
৮ টা গ্রহের নাম ( সূর্যের সান্নিধ্য থেকে ) হোল: বুধ (মারকারী), শুক্র (ভিনাস), পৃথিবী, মঙ্গল (মারস), বৃহ্রপতি (জুপিটার), শনি (স্যাটার্ন), ইউরেনাস এবং নেপচুন।

২০০৬ সালের আগে মোট গ্রহের সংখ্যা ধরা হত ৯-টি। গ্রহের তালিকায় তখন প্লুটো-র নাম ছিল। কিন্তু গত দশ পনেরো বছরে প্লুটোর মত সহস্রাধিক বস্তুখণ্ড আবিষ্কৃত হওয়ায় প্লুটোকে গ্রহ বলে গণ্য করা নিয়ে অনেকে আপত্তি জানাতে শুরু করেন। এর মধ্যে এরিস আবিষ্কৃত হয় যেটি প্লুটোর থেকে বড়। এর পর IAU (The International Astronomical Union) আলোচনা করে স্থির করে কাদের গ্রহের মার্যাদা দেওয়া হবে। সেই বিচারে প্লুটো গ্রহের তালিকা থেকে বাদ পড়ে। ক্ষুদ্র গ্রহ বলে একটি নতুন শ্রেণীর সৃষ্টি করা হয়; সেখানে স্থান দেওয়া হয় সেরেস, প্লুটো এবং এরিস-কে।

বুধ - ব্যাস ৪৮৮০ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ৫ কোটি ৮০ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ৮৮ দিন ; নিজ অক্ষে ঘোরার সময় ৫৯ দিন; চাঁদের সংখ্যা শূন্য; গড় তাপমান ১৭১ ডিগ্রী সেলসিয়াস।

শুক্র - ব্যাস ১২,১০৪ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ১০ কোটি ৮২ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ২২৫ দিন; নিজ অক্ষে ঘোরার সময় ২৪৩ দিন; চাঁদের সংখ্যা শূন্য; গড় তাপমান ৪৬৪ ডিগ্রী সেলসিয়াস।

পৃথিবী - ব্যাস ১২,৭৫৬ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ১৪ কোটি ৯৬ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ৩৬৫ দিন ৬ ঘন্টা; নিজ অক্ষে ঘোরার সময় ২৪ ঘন্টা; চাঁদের সংখ্যা এক; গড় তাপমান ১৪ ডিগ্রী সেলসিয়াস।

মঙ্গল - ব্যাস ৬,৭৯৪ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ২২ কোটি ৮০ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ৬৮৭ দিন; নিজ অক্ষে ঘোরার সময় ২৪ ঘন্টা ৩৭ মিনিট; চাঁদের সংখ্যা ২; গড় তাপমান (-) ২৫ ডিগ্রী সেলসিয়াস।

বৃহ্রপতি - ব্যাস ১,৪২,৮০০ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ৭৭ কোটি ৮৩ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ১২ বছর; নিজ অক্ষে ঘোরার সময় ১০ ঘন্টার থেকে কয়েক মিনিট কম; চাঁদের সংখ্যা ১৬ র বেশী; গড় তাপমান (-) ১৪৮ ডিগ্রী সেলসিয়াস।

শনি - ব্যাস ১,২০,০০০ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ১৪২ কোটি ৭০ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ২৯ বছর; নিজ অক্ষে ঘোরার সময় ১০ ঘন্টার থেকে কয়েক মিনিট বেশী; চাঁদের সংখ্যা - হাজার হাজার অনু (ধূলা, জল, বরফ ইত্যাদি গঠিত) বলয়; গড় তাপমান (-) ১৭৮ ডিগ্রী সেলসিয়াস।

ইউরেনাস - ব্যাস ৫২,৪০০ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ২৮৬ কোটি ৯৬ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ৮৪ বছর; নিজ অক্ষে ঘোরার সময় ১৬ ঘন্টা; চাঁদের সংখ্যা শূন্য; গড় তাপমান (-) ২১৩ ডিগ্রী সেলসিয়াস।

নেপচুন - ব্যাস ৪৯,৫০০ কিঃ মিঃ; সূর্যের থেকে আনুমানিক দূরত্ব ৪৪৯ কোটি ৬৭ লক্ষ কিঃ মিঃ; সূর্য-পরিক্রমার সময় ১৬৫ বছর; আনুমানিক নিজ অক্ষে ঘোরার সময় ১৮ ঘন্টা; চাঁদের সংখ্যা ৮; গড় তাপমান (-) ২১৬ ডিগ্রী সেলসিয়াস।


(সাত-আট বছর বয়সের পড়ুয়াদের জন্য)

যদি পৃথিবীতে তোমার ওজন হয় ৩০ কেজি, অন্য গ্রহে তোমার ওজন কত হবে?

বুধ-এ ১০.৫ কেজি
মঙ্গল-এ ১১.৫ কেজি
শুক্র-তে ২৬ কেজি
ইউরেনাস-এ ৩২ কেজি
শনি-তে ৩৪ কেজি
নেপচুন-এ ৪২.৫ কেজি
জুপিটার-এ ৭৯ কেজি

সূর্যে ও চাঁদে কত হবে?

সূর্যে ৮,৩৭০ কেজি
চাঁদ-এ ৫ কেজি



Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।