বিশেষ
সংখ্যাঃ রবি-স্মরণ - শ্রবণে, শ্রাবণে
সম্পাদকীয়
বর্ষা
ছিল তাঁর প্রিয় ঋতু। অজস্র গান এই ঋতুতে। আর শ্রাবণ মাসটিতে তিনি
আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন চিরদিনের জন্য। তাই ‘অবসরে’র শ্রাবণের
এই সংখ্যাটি আমরা নিবেদন করলাম তাঁর স্মৃতিতে। শ্রাবণ হয়তো স্মরণেরই
মাস, তার স্নেহধন্য অনুজ কবিও যে লিখেছিলেন –
“ শাঁওন
রাতে যদি, স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে”।
জানি
‘তাঁর পায়ের পাতা, সবখানে পাতা’ তাই আমরাও চেষ্টা করেছি সাধ্যমত
পা ফেলতে। তাঁর গান, কবিতা, ছোট গল্প, আঙ্গিক, দর্শন, জাতীয়তাবাদ,
আন্তর্জাতিকতা, জীবনে প্রথম পরিচয় – কিছু কিছু ভাবে আমরা স্পর্শ
করার চেষ্টা করেছি মাত্র। তবে জানি আমাদের এই স্মরণ –‘গেলেও বিচিত্র
পথে, হয় নাই সে সর্বত্রগামী”। কিন্তু তাতেই স্পষ্ট দেখতে পাচ্ছি,
আমাদের জীবনে তাঁর প্রভাব সার্ধ-শতবর্ষ কে অতিক্রম করে আরো অনেক
দূর চলে গেছে।
সদ্য
প্রয়াত চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষ ছিলেন এক নিবিড়, রবীন্দ্রমনস্ক
মানুষ। একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শুনেছিলাম-
‘আমি মাঝে মাঝেই ভাবি, এক ২২শে শ্রাবণের কথা। যেদিন সারা কলকাতা
জুড়ে তুমুল বৃষ্টি নেমেছে আর সব মানুষ একত্রিত হয়ে রাস্তায় বেরিয়ে
পড়েছে, মুখে তাদের গান – শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে”!!
আমরা
তথ্য প্রযুক্তি বিপ্লবের দিনে এই ভাবনাকে আরো এগিয়ে নিতে চাই –
আমাদের স্বপ্ন এই স্মরণ রবীন্দ্রমনস্ক সব মানুষের কাছে শ্রাবণের
ধারার মতই –‘পড়ুক ঝরে, পড়ুক ঝরে’!
ভাস্কর
বসু