‘জন্মভূমি’
পত্রিকার ১৩০৪ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় মহেন্দ্রনাথ বিদ্যানিধি
“বাঙ্গালা সংবাদপত্রের-ইতিহাস” নামে একটি প্রবন্ধ লেখেন।
সেখানে তিনি সম্পাদকদের যে তালিকা দিয়েছেন তাতে কেদারনাথের
প্রদত্ত তথ্যই সমর্থিত হয়। তবে মনে হয় এক্ষেত্রে কেদারনাথ
নিজেই মহেন্দ্রনাথের রচনা থেকে তথ্য আহরণ করেছেন।
‘জ্ঞানাণ্বেষণ’-এর
সূত্রপাত সম্বন্ধে কেদারনাথ মজুমদার জানিয়েছেন, হিন্দু
কলেজের কিছু কৃতবিদ্য ছাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত
হয়ে দেশীয় ভাষা ব্যবহারে উৎসাহী ছিলেন না, কিন্তু পরবর্তী
কালে তারা বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হন এবং মাতৃভাষায়
সাহিত্য রচনার সঙ্কল্পে রসিককৃষ্ণ ঘোষের বাগান বাটিতে
‘সাহিত্য সমালোচনী সভা’ নামে একটি সভা সংগঠিত করেন। এর
ফলেই ‘জ্ঞানাণ্বেষণ’ পত্রিকাটি প্রকাশিত হতে থাকে। এই
সভায় যে সব প্রবন্ধ পাঠ বা বক্তৃতা হত তা ঐ পত্রিকাতে
প্রকাশিত হত। এই দলে ছিলেন প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন
মুখোপাধ্যায়, গোবিন্দচন্দ্র বসাক, তারাচাঁদ চক্রবর্তী,
রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, কিশোরীচাঁদ মিত্র প্রমুখ
ব্যক্তিগণ।
‘জ্ঞানাণ্বেষণ’ ছিল সাপ্তাহিক পত্রিকা। এর মূল্য ছিল মাসিক
এক টাকা ও বার্ষিক বার টাকা। গ্রাহক ছিল মোট ৪৯ জন, কলকাতায়
৪৫ ও মফঃস্বলে ৪। সম্ভবতঃ এত দাম দিয়ে পত্রিকা ক্রয় করতে
লোকে উৎসাহী ছিল না।
প্রায়
দশ বছর চলার পর ১৮৪০ সালের নভেম্বর মাসে ‘জ্ঞানান্বেষণ’-এর
প্রকাশ বন্ধ হয়ে যায়।
দীপক
সেনগুপ্ত