অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।


খেলা‘ঘর’ বাঁধতে লেগেছি

অবসর বিশেষ সংখ্যা সেপ্টেম্বর ১, ২০১৭

 

মোহময় ক্রিকেট, রাজসিক উদাসীনতা - সেরা ভিভ

আর্য্য ভট্টাচার্য্য

তখনও দিনকাল অন্যরকম ছিল। তাই ক্রিকেটও খেলা হ’ত অন্যভাবে। খানিক শ্লথ কিন্তু রাজসিক ভঙ্গীতে। আমাদের কাছে ক্রিকেট ছিল খেলার রাজা, অনেকে বলতেন রাজাদের খেলা। সে তার ভঙ্গিমার জন্যই বোধহয়। এমনই এক সময়ে খেলতেন অ্যান্টিগুয়ার এক যুবক, সামান্য দুলকি চালে হাঁটা আর চুইং গাম চিবোনোর মধ্যে ছিল সেই রাজসিক ঔদ্ধত্য খেলার মাঠে, আর মাঠের বাইরের উদ্ধত জীবন। তাঁর কাজই ছিল ব্যাট হাতে বোলারদের তছনছ করা। ভিভ রিচার্ডস অনায়াসে ডেনিস লিলির অফ স্টাম্পের বল মিড-উইকেট দিয়ে ছয় মারতে পারতেন, কিংবা মিডল-লেগের বল কভার দিয়ে উড়িয়ে দিতে পারতেন বল, পিচ, ফিল্ডিং রেস্ট্রিকশনের তোয়াক্কা না করে। জিনিয়াস তো তাঁরা যাঁরা নিজস্ব ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেন, ভিভ যে নতুন ব্যাটিং শুরু করেছিলেন তাকে সামান্য অনুসরণ করতেও লেগে যাবে আরও ত্রিশ বছর। প্রথমে খুব সামান্য শেহবাগ, পরে এবি ডেভিলিয়ার্স। তাই তাঁর যুগে তাঁর সম্বন্ধে একটাই বিশেষণ বোধহয় প্রযোজ্য, রিচার্ডস - দ্য ডন। 

বিখ্যাত পুল

ব্যাটিং রেকর্ডের আজকাল ছড়াছড়ি, কেউ ৫০ ওভারে ২৬৪ করল তো কেউ ২০ ওভারের খেলায় প্রায় দেড়শ। ম্যাচ রিপোর্টিং নিয়ে যদি ম্যাজিকাল কথাটা সার্চ করা যায় তাহলে প্রতিটি দশটা ইনিংসের একটা হয় ম্যাজিকাল। আজ যে ইনিংসের কথা বলব সেটির জন্য অক্সফোর্ড ডিকশনারি অন্য কোন শব্দ নতুন করে ভাবে তাহলে সেটাই বোধহয় সব থেকে পোয়েটিক জাস্টিস হবে।

ফিরে যাই ১৯৮৪-এর গ্রীষ্মে, ওল্ড ট্রাফোর্ডে, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, একদিনের খেলা। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১১/২, ফিরে গেছেন নির্ভরযোগ্য হেইনস ও গ্রিনিজ, ক্রিজে এলেন রিচার্ডস। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শুরু করলেন বোথামকে দুইখানি চার দিয়ে। তখনও ঠিক বোঝা যায়নি সেদিন মাঠে যে ভেলকি তিনি দেখাবেন তা সুদূর ভবিষ্যতে লোকে বসে স্মৃতিচারণ করবে। বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজের বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানরা অন্যদিক থেকে একে একে ফেরত যাবেন প্যাভিলিয়নে আর উল্টোদিকে রিচার্ডস খুন করবেন বোলারদের। ১০২/৭, ২৬ ওভারে, ভিভের সঙ্গে তখন মার্শাল। ভিভের কলারটা তোলা, মুখে চুইং গাম, নিজের স্কোর ৬৫। মার্শালও অবিবেচকের মতন দৌড়ে রান আউট হলেন। এরপরে ব্যাট করতে এলেন ব্যাপটিস্ট। ভিভ তখনও মনে হয় খানিকটা আশান্বিত ছিলেন। ব্যাপ্টিস্টও ব্যাট করতে পারতেন। অতএব একটা পার্টনারশিপ বোধহয় সম্ভব। এমন ভেবে থাকতেও পারেন। কিন্তু সেটাও হল না। একসময়ে রান দাঁড়ালো ১৬৬/৭ এবং অচিরেই ১৬৬/৯। ভাগ্যিস হয়েছিল। একে একে যখন বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ টিমের আরও বিখ্যাত ব্যাটিং লাইন আপ ইংলণ্ডের বোলিং ঝড়ে উড়ে যাচ্ছে তখন অন্যদিকে রিচার্ডসের ছায়া ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কলার তখনও তোলা, কোমরের দুলকি চাল অবিচল, শুধু মুখের চুইং গাম বোধহয় অধিক চাপে ছিবড়ে হয়ে গেছে।

এক হাতের ছয়

এরপরে ক্রিকেটের ইতিহাসে রচিত হল এক গল্প যার কোন ব্যাখ্যা হয় না, এমন এক খেলা যার ব্যাকরণ নেই, কিন্তু মন্ত্রমুগ্ধের মতন দেখতে হয়। ইয়ান বোথাম থেকে নিল ফস্টার, যাঁদের এতক্ষণ জুজু মনে হচ্ছিল, রিচার্ডস তাঁদের নিয়ে ছেলেখেলা শুরু করলেন। বোথামকে স্কোয়ার লেগ বাউন্ডারির ওপর দিয়ে ছয়, ফস্টারকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে দেওয়াটা অনেকটা সিনেমার ট্রেলারের মতন। আসলে কী হয়েছিল তা জানে কয়েকজন ‘শ্যামলাল’ যাঁরা সেদিন মাঠে ছিলেন। ক্রমে ক্রমে রিচার্ডস হোল্ডিংকে সঙ্গে নিয়ে ১৫০ পেরিয়ে পৌঁছবেন ১৮৯ নট আউটে। তাও মাত্র ১৭০ বলে। দলের রান ২৭২। এসব পরিসংখ্যান তো কিছু সংখ্যা মাত্র যা পরবর্তী কালে টি-২০র জমানায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যেমন ১৯৮০ সালের মাধ্যমিকের স্টার আজকের যুগে অগণিতের ভিড়ে নেহাতই আর একজন। যতদিন ক্রিকেট বেঁচে থাকবে, রচিত হবে নতুন নতুন অমর কথা, নতুন রেকর্ড। কিন্তু যা রয়ে যাবে তা হল সেই রোমান্টিকতার মাইলফলক যা বাদ দিলে পড়ে থাকে ডেবিট-ক্রেডিটের অংক আর মুনাফার উল্লাস। তবে তার ভিত্তি কিন্তু এইসব কিছু মুহূর্ত যাকে ব্যাখ্যা করতে দরকার নতুন শব্দের।

মনের মণিকোঠায় তোলা থাক ভিভের ‘ডনিক্যাল’ ইনিংস।

 

ছবির সূত্রঃ
(১) (Come over to my side: Richards pulls Pringle to the boundary during his epic innings against England in 1984 Adrian Murrell/Getty Images)
(২) http://ur--wallpapers.blogspot.com/2012/03/retrospective-viv-richards.html.



লেখক পরিচিতি: পেশা তথ্য প্রযুক্তি, নেশা ছবি তোলা, এদিক ওদিক বিভিন্ন ওয়েবসাইটে কিছু লেখালেখি, গত বছর ‘এই সময়’ পত্রিকায় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি প্রবন্ধ, ছেলেবেলার ক্রিকেট ফ্যানাটিক, টি-২০কে মনে করেন ডাংগুলি।

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.