প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

পুরানো সাময়িকী ও সংবাদপত্র

ফেব্রুয়ারি ১৬, ২০১৫

 

অরুণোদয়

দীপক সেনগুপ্ত


     ১৮৫৬ সালের আগষ্ট মাসে কলকাতা থেকে প্রকাশিত হয় লালবিহারী দে সম্পাদিত পাক্ষিক পত্রিকা ‘অরুণোদয়’। লালবিহারী দে ছিলেন খৃষ্টধর্ম গ্রহণকারী সে কালের প্রথম সারির কয়েকজনের অন্যতম। তার জন্ম ১৮২৪ খ্রীষ্টাব্দে। ১৮৪৩-এ ডাফ সাহেব তাকে ধর্মান্তরিত করেন। ১৮৬০-এ সুরাটের পার্শী খ্রীষ্টান হরমদজি পেস্টনজির কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ‘রিকালেকশন অফ আলেকজাণ্ডার ডাফ’ নামে ধর্ম-প্রচারক ডাফের জীবনীও তিনি প্রকাশ করেছেন। স্বাভাবিক ভাবেই পত্রিকাটি তিনি প্রকাশ করেছিলেন বিশেষ করে ইংরাজি ভাষায় অজ্ঞ লোকের কাছে খৃষ্টান ধর্মের আদর্শ ও উৎকর্ষ তুলে ধরার জন্য। পত্রিকাটির অপর একটি নীতি ছিল ১৮৫৭ সালের বিদ্রোহে যোগদানকারীরা যে আইন ও শান্তি ভঙ্গকারী এবং খৃষ্টধর্মের পক্ষে ভীতির কারণ সেটা প্রচার করা। পত্রিকাটি ৬ বছর চলেছিল।

পত্রিকার প্রথম সংখ্যায় পত্রিকা প্রকাশের উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়েছে সেটার কিছু অংশ :

“  মঙ্গলাচরণ। - সকলেই স্বীকার করিয়া থাকেন যে পূর্ব্বাপেক্ষা এই ক্ষণে বঙ্গদেশে বহুবিধ বিদ্যার অনুশীলন বিশেষতঃ গৌড়ীয় ভাষার বিলক্ষণ শ্রীবৃদ্ধি হইতেছে, যে জ্ঞান পূর্ব্বে কেবল ব্রাহ্মণ পণ্ডিতগণের মধ্যে অবস্থিতি করিত সেই জ্ঞান অধুনা সর্ব্বসাধারণ জনগণ মধ্যে বিস্তীর্ণ হইতেছে। পূর্ব্বে গৌড়ীয় ভাষায় প্রায একখানিও পুস্তক ছিল না, এক্ষণে ঐ ভাষায় সহস্র২ পুস্তক প্রণীত হইতেছে । পূর্ব্বে সমাচার পত্রিকার নাম গন্ধও ছিল না,অধুনা অনেকানেক মাসিক পাক্ষিক, সাপ্তাহিক এবং প্রাত্যহিক পত্রিকা প্রকটিত হইতেছে, বস্তুতঃ সর্ব্বসাধারণের বিদ্যালোচনার প্রতি অনুরাগের বৃদ্ধি হইলেই ভুরি ভুরি পুস্তক ও সম্বাদ পত্রিকা প্রকাশ হওয়া সম্ভাবনীয় বটে । কিন্তু যদি এই ক্ষণে গৌড়ীয় ভাষাতে বহুবিধ বৈষয়িক সমাচার ঘটিত পত্রিকা প্রকাশিত হইয়া থাকে, অথচ পরমার্থ ঘটিত অর্থাৎ সত্যধর্ম্ম বিষয়ক জ্ঞান প্রদানক্ষম পত্রিকা দুর্লভ,ফলতঃ নানাবিধ বৈষয়িক ও সাংসারিক জ্ঞানানুশীলন প্রচুররূপে থাকিলেও সত্য ধর্ম্ম জ্ঞানের আলোচনা না থাকিলে কোন দেশের প্রকৃত উন্নতির সম্ভাবনা নাই, অতএব এতৎ নূতন পত্রিকা কেবল সাংসারিক ও বৈষয়িক সংবাদ এবং বিজ্ঞান বার্ত্তাদিতে পুরিত না হইয়া সত্য ধর্ম্ম অর্থাৎ খৃষ্টীয়ান ধর্ম্ম-সূচক উপদেশ ও নানাবিধ পরমার্থ ঘটিত প্রবন্ধে অলঙ্কৃত হইবে।

“ পর আধুনিক পুস্তক ও সম্বাদ পত্র সকলেতে অনেকানেক কঠিন ও কঠোর শব্দের প্রয়োগ দেখা যায়, এবং ঐরূপ দুরূহ বাক্য প্রণালী জ্ঞানবান ব্যক্তিদের পক্ষে বিনোদজনক হইলেও আমরা কেবল সুকোমল ও সুগম ভাষাকে অবলম্বন করিয়া ইষ্টসাধন করিব, যেহেতুক আমাদের এই নূতন পত্রিকা কি পণ্ডিত কি অপণ্ডিত সকলেরই উপকারার্থে প্রকাশিত হইতেছে ।”

খ্রীষ্ট ধর্মের উৎকর্ষ প্রচার করাই ছিল ‘অরুণোদয়ে’র মুখ্য উদ্দেশ্য।    ‘অরুণোদয়’ ১৮৬২ সাল পর্যন্ত চলেছিল ।
সংযোজিত প্রতিলিপি
চিত্র ১ – ১লা ডিসেম্বর ১৮৫৭ ( ১৭ই অগ্রহায়ণ ১২৬৪ ) মঙ্গলবার প্রকাশিত পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রতিলিপি।
চিত্র ২ – ১৫ই ডিসেম্বর ১৮৫৭ তারিখের পত্রিকায় প্রকাশিত একটি ছবি।

চিত্র ১

চিত্র ২

 


লেখক পরিচিতি : বহু বছর বি.ই. কলেজে (এখন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি, শিবপুর ( IIEST,shibpur )) অধ্যাপনা করেছেন। কিছুদিন হল অবসর নিয়েএখন সেখানে অতিথি অধ্যাপক হিসেবে আছেন। অ্যাপ্লায়েড মেকানিক্স নিয়ে গবেষণা করলেও একাধিক বিষয়ে আগ্রহ রয়েছে - জ্যোতিষশাস্ত্র, পুরনো কলকাতার সংস্কৃতি, ইত্যাদি। অবসর সময়ে 'অবসরে'র সঙ্গে সময় কাটান।

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।