প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

পুরানো সাময়িকী ও সংবাদপত্র: সংবাদ পূর্ণচন্দ্রোদয় (সূচী)

     ১৮৩৫ সালের ৮ই জুন বুধবার ( ২৮শে জৈষ্ঠ্য, ১২৪২ বঙ্গাব্দ ) হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় আর একটি মাসিক পত্রিকা ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ প্রকাশিত হতে থাকে। প্রতি পূর্ণিমায় প্রকাশ পেত বলেই হয় ত এই নামকরণ।       পত্রিকাটির শিরোভাগে যে শ্লোকটি লেখা ছিল সেটি হল

       “জ্ঞানরূপং তিমিরং বিনশ্য জ্ঞানপ্রকাশং প্রতিমাসমেব।
      বিস্তীর্য্য লোকে হরচন্দ্রকেতুঃ সম্পূর্ণচন্দ্রোদয় এষ ভাতি।।”

     পরে অবশ্য শ্লোকটি বদলে গিয়ে হয় -

      “দশ পঞ্চ কলা পূর্ণে পূর্ণিমায়াম্বিধৌ পুনঃ।
     অধুনা হরচন্দ্রেন পূর্ণচন্দ্রোদয়ঃ কৃতঃ।।”

      অতঃপর এটিরও পরিবর্তন ঘটে।

     ১৮৩৬ সালের ৯ই এপ্রিল ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ সাপ্তাহিক পত্র হিসাবে প্রকাশিত হতে থাকে। সম্পাদক হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঢাকা স্কুলের হেড পণ্ডিত নিযুক্ত হলে ১২৪৫ বঙ্গাব্দের পৌষ মাসে সম্পাদনার কার্যে যোগদান করেন আমড়াতলা নিবাসী উদয়চন্দ্র আঢ্য। ১৮৪১ সালে নতুন সম্পাদক হন উদয়চন্দ্রের বড় ভাই অদ্বৈতচন্দ্র আঢ্য। ১৮৪৪ সালের নভেম্বর মাস থেকে পত্রিকাটি দৈনিক হিসাবে প্রকাশিত হতে থাকে। অদ্বৈতচন্দ্রের মৃত্যুর পর তার পুত্র গোবিন্দচন্দ্র আঢ্য ১৮৭৩ সালে সম্পাদক হন। পত্রিকাটির পরবর্তী সম্পাদক মহেন্দ্রনাথ আঢ্য। তিনিই ছিলেন পঞ্চম সম্পাদক; ১৩১৪ সালে তার মৃত্যুর পরেও প্রায় এক বছর পত্রিকাটি চলেছিল। অতএব দেখা যাচ্ছে ১২৪২ থেকে ১৩১৫ বঙ্গাব্দ পর্যন্ত সুদীর্ঘ ৭৩ বছর ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ সচল ছিল। দীর্ঘদিন ধরে চললেও তৎকালীন সমাজ ব্যবস্থা ও দৈনন্দিন ঘটনা বর্ণনা করতে ‘সংবাদ প্রভাকর’ বা ‘সংবাদ সমাচার’ পত্রিকার মত ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়’-এর উল্লেখ না থাকার কারণ মনে হয়, পত্রিকাটির ধারাবাহিক ভাবে সব সংখ্যার হদিশ না পাওয়া।

        তখন কোন পত্রিকা প্রকাশের প্রায়ই বিশেষ উদ্দেশ্য থাকত, শুধু যে ব্যবসায়িক কারণে প্রকাশিত হত তা নয়। ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়ে’র উদ্দেশ্য প্রথম সংখ্যাতেই ব্যক্ত হয়েছে। সেটি ছিল:

       “এই সংবাদ পত্র প্রতি পূর্ণিমায় প্রকাশ হইবেক তাহাতে বিদ্যা বুদ্ধি বৃদ্ধি বিষয়ক হিতোপদেশ আছে যাহাতে মনোঅনুপ্রবেশ করিলেই বিশেষোপকার দর্শাইবেক তথা নানা বিষয় ঘটিত রাজ্যের মঙ্গলামঙ্গল বিবরণ যাহা শ্রীলশ্রীযুক্ত দেশাধিপতির কর্ণকুহরে প্রবিষ্ট হইলেই প্রজাগণের মহোপকার দর্শাইবেক এবং ধর্ম বিষয় যাহা সর সাধারণের আবশ্যক ও এতদ্দেশীয় বা ইউরোপীয়াদি দেশের নূতন২ সম্বাদ যদ্দর্শনে পাঠকগণেরা পরমোল্লসিত এবং তাঁহাদিগের ও প্রেরিত যথারীত্যনুসারে প্রকাশ হইবেক ....।”

       বিজ্ঞাপনটিতে যতিচিহ্ণের অনুপস্থিতি ও ব্যবহৃত ভাষার ধরণ লক্ষণীয়।

       সংযুক্ত প্রতিলিপি পরিচয় -

        চিত্র ১ - ১৮৭১ খ্রীষ্টাব্দের ১০ই নভেম্বর শুক্রবারে প্রকাশিত সংখ্যাটির প্রথম পৃষ্ঠার একটি প্রতিলিপি।  

 চিত্র ২ - ১১ই আষাঢ় শুক্রবার ১২৭৭ (২৪শে জুন ১৮৭০) বঙ্গাব্দের সংখ্যায় প্রকাশিত একটি বিজ্ঞাপন।

 

       দীপক সেনগুপ্ত

 

 

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।



Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।