প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

পুরানো সাময়িকী ও সংবাদপত্র

নভেম্বর ১৫, ২০১৪

 

সম্বাদ সুধাসিন্ধু, সম্বাদ গুণাকর, সংবাদ মৃত্যুঞ্জয়ী

দীপক সেনগুপ্ত


বহু সংখ্যক পত্রিকা প্রকাশিত হত, যাদের স্থায়িত্ব ছিল নিতান্তই স্বল্পকালের। ‘সম্বাদ সুধাবিন্দু’, ‘সম্বাদ গুণাকর’, ‘সংবাদ মৃত্যুঞ্জয়ী’ ছিল এ ধরণের কয়েকটি পত্রিকা। এ সব পত্রিকার কোন পুরানো সংখ্যা আজ আর খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

১৮৩৭ সালের ১৩ই এপ্রিল বটতলা নিবাসী কালীশঙ্কর রায়ের সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা ‘সম্বাদ সুধাসিন্ধু’; চলেছিল মাত্র বছর খানেক।

১৮৩৭ সালের ডিসেম্বরে শ্যামপুকুরের গিরিশচন্দ্র বসুর সম্পাদনায় অর্ধ-সাপ্তাহিক পত্রিকা ‘সম্বাদ গুণাকর’ আত্মপ্রকাশ করে। কযেক মাস পরে এটি দৈনিক হিসাবে প্রকাশিত হয় এবং কিছুকাল পরেই বন্ধ হয়ে যায়।
১৮৩৭ সালে ( ১২৪৪ বঙ্গাব্দ ) সাপ্তাহিক ‘সংবাদ মৃত্যুঞ্জয়ী’ বের হয়। সম্পাদক ছিলেন পার্বতীচরণ দাস। এর স্থায়িত্ব ছিল খুবই কম; তবে পত্রিকাটির একটি বৈশিষ্ট্য ছিল এই যে এতে সংবাদ, সম্পাদকীয়, বিজ্ঞাপন সবই কবিতার আকারে প্রকাশিত হত। একটি বিজ্ঞাপনের নমুনা (মূল বানান অপরিবর্তিত রাখা হয়েছে ):

“ আমাদের জে বিজ্ঞাপন দিবে গো ।
তাহার পঁক্তির প্রতি মূল্য চারি আনা গো ।।
চারি ঘোড়ার গাড়ি চোড়ে গত দিনে বেকালে গো ।
গিয়াছেন গবনর সাহেব চানকের বাগানে গো ।।
কলিকালে জত সব ভাল মানুষের ছেলে গো ।
লেখা পড়া শিখে কেহ ধর্ম কর্ম মানে না গো ।।”

লেখক পরিচিতি : বহু বছর বি.ই. কলেজে (এখন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি, শিবপুর ( IIEST,shibpur )) অধ্যাপনা করেছেন। কিছুদিন হল অবসর নিয়েএখন সেখানে অতিথি অধ্যাপক হিসেবে আছেন। অ্যাপ্লায়েড মেকানিক্স নিয়ে গবেষণা করলেও একাধিক বিষয়ে আগ্রহ রয়েছে - জ্যোতিষশাস্ত্র, পুরনো কলকাতার সংস্কৃতি, ইত্যাদি। অবসর সময়ে 'অবসরে'র সঙ্গে সময় কাটান।

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।