প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

পরিবেশ - অচিরাচরিত শক্তি উৎস সংবাদ

অগাস্ট ১৫, ২০১৫

 

মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ-উৎপাদনে কর্ম কমেছে, অচিরাচরিত শক্তি উৎস বাদে

 



মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ-উৎপাদনে উৎস-প্রতি কর্মসংস্থান হ্রাস, জানুয়ারি ২০১১ থেকে জুন ২০১৪ (ক) জীবাশ্মজ্বালানিগুলি (কয়লা, তেল ও গ্যাস): হ্রাস ১ শতাংশ (খ) পারমাণবিক শক্তি: হ্রাস ৯ শতাংশ (গ) জলবিদ্যুৎ শক্তি: হ্রাস ৬ শতাংশ উৎস : Bureau of Labor Statistics (BLS) Quarterly Census of Employment & Wages, ডিসেম্বর ১৯, ২০১৪ ।
                  

    মার্কিন যুক্তরাষ্ট্রের Bureau of Labor Statistics (BLS)-এর ডিসেম্বর ১৯, ২০১৪ তারিখে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে যে, জানুয়ারি, ২০১১ থেকে জুন, ২০১৪-র মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত ৫,৮০০-জন কর্মহীন হয়েছে। অবশ্য জলবিদ্যুৎ বাদে পুনর্নবীকরণ-শক্তি উৎস বিভাগে নূতন কর্মসংস্থান হয়েছে প্রায় ১৮০০ জনের। এর মধ্যে ধরা হয়নি- বিদ্যুৎ পরিবহন ও বণ্টন, নূতন প্রযুক্তিগুলির নির্মাণ, জ্বালানীর প্রবর্ধন (processing) ও পরিবহন, বা মিটার-পশ্চাৎ বিস্তৃত-উৎপাদন(distributed-generation) স্থাপনা ও পরিষেবা ( সৌর-প্যানেল ) । 

শক্তি-উৎপাদন বিভাগগুলিতে এই কর্মহ্রাসের একই সঙ্গে ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিগত কয়েক বছরের বিদ্যুৎ ক্রয়-হ্রাসের সময়, যার কারণ দুটো : (১) বর্ধিত কর্মদক্ষতা,  (২)  মিটার-পশ্চাৎ ছাদের উপর বিস্তৃত সৌরশক্তি উৎপাদনের বর্ধিত ব্যবহার । তার সঙ্গে অবশ্য আছে জলবিদ্যুৎ ব্যতীত কিছু পুনর্নবীকরণ-শক্তি উৎস যেমন, বায়ু ও সৌর- যাদের চালনা ও রক্ষণের ব্যয় কম ।

জীবাশ্মজ্বালানি :   ২০১১ সাল থেকে আজ পর্যন্ত ১,৭৫০টি কয়লা ও তেল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় শক্তি উৎপাদনে কর্মহ্রাস হয়েছে, অবশ্য কিছু নূতন প্রাকৃতিক-গ্যাস বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। যদিও BLS-এর বিভিন্ন বিভাগ উৎস-অনুযায়ী হয়না, নূতন প্রাকৃতিক-গ্যাস বিদ্যুৎকেন্দ্রগুলিতে কর্মীর প্রয়োজন হয় কম,  পুরানো কয়লা/ তেল কেন্দ্রগুলি থেকে। কয়লা/তেল বিদ্যুৎ কেন্দ্রগুলি সারা যুক্তরাষ্ট্রয় ছড়ানো থাকলেও টেক্সাস,  মিশিগান,  ফ্লোরিডা,  ইণ্ডিয়ানা  ও  আয়োয়াতে কেন্দ্র ছিল বেশি, কর্মীও ছিল বেশি ।   

পারমাণবিক :   পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলিতে কর্মী কমেছে ৪,৯০০ জন, ২০১১ থেকে। বেশিরভাগই হয়েছে- জানুয়ারি, ২০১৩-র পর তিনটি স্থানে-  দক্ষিণ ক্যালিফর্নিয়ার এডিসনের San Onofre কেন্দ্র, উইসকন্সিনের গ্রীণ বে-র কাছে  ডমিনিয়নের Kewaunee কেন্দ্র এবং ফ্লোরিডার ডিউক এনার্জীর Crystal River কেন্দ্র ।

তাছাড়া, এন্টার্জী ঘোষণা করেছিল, ২০১৪-সালের শেষে বন্ধ করবে তাদের Vermont Yankee কেন্দ্র, যার ফলে আরও কর্মহানি হবে। দক্ষিণ ক্যারোলিনা,  পেনসিলভেনিয়া,  নিউ ইয়র্ক,  মিশিগান,  নিউ জারসী  এবং  ইলিনয় হল কয়েকটি জেলা যেখানে এখনও আছে বেশিরভাগ পারমাণবিক কেন্দ্র ।

পুনর্নবীকরণ : জলবিদ্যুৎ-বাদে বাকি চারটি পুনর্নবীকরণ-শক্তি উৎসেই ২০১১-সাল থেকে কর্মসংস্থান বেড়েছে ( চিত্র ) ; সৌর পি ভি-তে সব চাইতে বেশি, তিনগুণ আগের পাঁচ বছরের তুলনায়। যদিও বায়ুবিদ্যুতে ২০১১-সাল থেকে কর্মসংস্থান ( ১৬ শতাংশ ) সৌর পি ভির থেকে কম,  বিদ্যুৎ দপ্তরের এই বিভাগে মোট কর্ম সৌরের চাইতে এখনও দ্বিগুণের থেকে বেশি ।                 

জীবাশ্মজ্বালানি-বিভাগ থেকে পুনর্নবীকরণ-বিভাগে কর্মসংস্থানগুলি অনেক বেশি ভৌগোলিক-স্পর্শকাতর। ক্যালিফর্নিয়ায় আছে সবচাইতে বেশি সৌর-, ভূতাপীয়- ও বায়োমাস- কর্মসংস্থান ; বায়ুবিদ্যুতে টেক্সাসের ঠিক পিছনে ।      

আলোচ্য সময়ে জলবিদ্যুতে কর্মসংস্থান ৬-শতাংশ কম হলেও এই বিভাগে এখনও যা সংস্থান আছে তা অন্যান্য পুনর্নবীকরণশক্তি বিভাগের মোট কর্মীর দ্বিগুণের বেশি।

মুখ্য রিপোর্টার - Robert McManmon
জুলাই ০৬, ২০১৫ 
অনুবাদ - শঙ্কর সেন

 


অনুবাদক পরিচিতি - শিক্ষাবিদ। বি.ই. কলেজের প্রাক্তন অধ্যাপক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর। এক সময় পশ্চিম বঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী ছিলেন। অবসর-এর যুক্ত প্রায় জন্মকাল থেকেই। অবসর-এর উপদেষ্টামণ্ডলীর সভাপতি।

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.

 


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।