প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

কান পেতে রই...

অবসর (বিশেষ) সংখ্যা , ডিসেম্বর ৩০, ২০১৪

 

সম্পাদকীয়

 

“আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ৪৪৭.৮, ৬২.২৪ এবং...” - একসময় এইসব শব্দবন্ধ ছিল আমাদের প্রাণের সঙ্গী। বিগত শতাব্দীর সিংহভাগ জুড়ে ইথার তরঙ্গ ও বেতারের জগত দাপটে রাজত্ব করেছে আপামর বাঙালির জীবনে। শহর, প্রবাস, মফস্বলে, মাঠ পাথার গ্রাম নগর বন্দরে, হাটে, মাঠে, বাটে সর্বত্রই ছিল তার রমরমা। শারদপ্রাতে পুজোর আবাহন হত মহিষাসুরমর্দিনী দিয়ে। ছিল নানারকম বিনোদন- গান-বাজনা, নাটক, সাহিত্য-আলোচনা, সেই সঙ্গে সংবাদ- সমীক্ষা, পরিক্রমা, আবহাওয়ার খবর, কৃষিকথা, বিদ্যালয়ের পড়াশোনা, সতর্কীকরণ, জরুরী পরিষেবা এমনকি ক্রীড়া জগত। দেশ বিদেশের খেলার মাঠ আর তাদের বিভিন্ন গল্পকথা আমাদের জীবনে উঁকি দিত এই বেতারের হাত ধরেই। আমাদের প্রতিবেশী বাংলাদেশের মুক্তিযুদ্ধেও আকাশবাণীর যে কি অসামান্য ভূমিকা ছিল তাও তো ভোলার নয়!

এই সব কিছুকে ধরার প্রয়াসেই আমাদের ‘অবসর’ এর বিশেষ সংখ্যা– ‘কান পেতে রই...।’

জীবনে রেডিওর অভিঘাত ও তাঁদের নিজস্ব ভাবনা নিয়ে লিখেছেন সকলেই- প্রখ্যাত বাচিক শিল্পী, সাহিত্যিক, রেডিওর কর্ণধার আর বিভিন্ন গুণগ্রাহীরা। লেখকদের ভৌগোলিক অবস্থানও লক্ষণীয়, তাঁদের অভিজ্ঞতা ছড়িয়ে আছে, গ্রাম, মফস্বল, শহর, প্রবাস, বিদেশ, এপার-ওপার দুই বাংলা- সর্বত্রই। বেতারকে জনপ্রিয় করায় অবদান রেখে গেছেন বহু দিকপাল ব্যক্তিত্ব। তাঁদের রম্য স্মৃতিচারণ আমাদের পাতায় পাতায়।
সেইসঙ্গে আমরা ধরতে চেয়েছি বাস্তবের পটভূমিটিকেও, যেখানে এফ.এম. প্রচারতরঙ্গ নামক প্রযুক্তির হাত ধরে রেডিওর পুনর্জন্ম। “গুড মর্নিং মুম্বাই” – রেডিও জকি বিদ্যা বালানের এই সাদর আহ্বান মুন্নাভাই এর মনে কেমন ঝড় তুলত তাতো আমরা জানিই। যাওয়া আর ফিরে আসার মধ্যে এফ.এম-এর যে বিশেষ অবদান, তা অস্বীকার করি কী করে? অবসর এর এই বিশেষ বেতার সংখ্যা প্রকাশের ঠিক আগেই এফ.এম-এ শুরু হল বিবিধ ভারতী সম্প্রচার। শুধু তাই-ই নয়, আগামী বছরে আকাশবাণীর কলকাতা ‘ক’ এফ.এম. চ্যানেলে রূপান্তরিত হয়ে যাবে। তাই প্রযুক্তিগত দিকটিকেও আমরা ছুঁয়ে গেছি।

অবসর-এর পাঠকদের জন্যে এই পঞ্চব্যঞ্জন ভোজের আয়োজন করতে গিয়ে আমাদের বারে বারে মনে পড়েছে রায়-সাহেবের সেই প্রবাদপ্রতিম লাইনটি- “আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে / খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধে সে।” ‘সিধে’ তো নয়ই, রীতিমত কঠিন! কিন্তু এই কঠিন কাজটি করতে আমরা উৎসাহ পেয়েছি আমাদের বরেণ্য লেখকদের কাছ থেকে। তাঁরা নিজেদের উজাড় করে দিয়েছেন, নির্দিষ্ট সময়মত আর প্রত্যাশাতীত ভাবে।

এই সঙ্কলন থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে, তার বর্ণালীতে আমাদের পাঠকদের হৃদয়ে আবার সেই ইথার স্পন্দন অনুভূত হোক, এটাই কামনা। আরো খুশি হব, যদি আমাদের এই প্রয়াস নতুন যুগের শব্দ-সৈনিকদের কিছুমাত্র আলোকিত করতে পারে, দিতে পারে কোনও নতুন পথের সন্ধান।

'কান পেতে রই...'- অবসর-এর বেতার-জগৎ-এর এই আনন্দযজ্ঞে সমস্ত পাঠকের উষ্ণ নিমন্ত্রণ।


কেয়া মুখোপাধ্যায়
ভাস্কর বসু

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।