প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ও বক্ বক্ বক্ বকম পায়রা
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়

ও বক্ বক্ বক্ বকম বকমপায়রা
তোদের রকম সকম দেখে
মুখ টিপে যে হাসছে ভোরের
আকাশটা দূর থেকে - দূর থেকে।

খোলা হাওয়ায় ঐ যে আলোর
ঝর্ণা ঝরানো
রং বেরঙের নতুন খুশীর
মাতন ছড়ানো;
শুনিস নাকি মিষ্টি সুরে
বলছে ওরা ডেকে
পাখনা মেলে আর চলে না
বাঁধন ফেলে রেখে।

ও লোটন লোটন পায়রা তোরা
ঝোটন বেঁধে নে
হারিয়ে যাওয়া সুরে প্রাণের
বাঁশী সেধে নে।

একটু আরাম একটু সুখের
মিথ্যে আশাতে
যেচে কেন বন্দী থাকিস
ছোট্ট বাসাতে;
যা চলে যা অবাধ ডানায়
স্বপ্ন চোখে এঁকে
অথৈ নীলে নতুন দিনে
সোনালী রোদ মেখে।

আগের পাতা

ওগো মোর গীতিময়
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়

ওগো মোর গীতিময়, ওগো মোর গীতিময়,
মনে নাই সেকি মনে নাই -
সেই সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে
গান গেয়ে পরিচয়, ওগো মোর গীতিময়।

আমি দিনু পূজা প্রথম প্রণয় ভুলে
ঝিনুকের মালা খোঁপা হতে দিনু খুলে।
(তুমি) কপোল চুমিয়া বলেছিলে প্রিয়,
প্রেমের হবে গো জয়।

গানের বিহগী সমবেদনায় ব্যথার অশ্রু নিয়া
দিকে দিকে ফেরে তোমারে খুঁজিয়া -
তুমি কোথায় তুমি কোথায়।

বিদায়ের ক্ষণে কাঁদায়েছো তুমি যবে
দূরে গেলে হায় আমারে কি মনে রবে;
তুমি বলেছিলে, এই অাঁখির আড়াল
মনের আড়াল নয়।

আগের পাতা

চিনেছি চিনেছি তোমার এ মন
শিল্পী: আরতি মুখোপাধ্যায়

চিনেছি চিনেছি তোমার এ মন,
লুকিয়ে রেখোনা তারে এখন;
তুমি আমারি আমি তোমারি
মনের মতন।

এত কাছে তুমি ছিলে,
বুঝিনি তো ভালোবেসেছিলে;
আমিও তোমার প্রেমে তখন
জানি না হারিয়ে গেছি কখন;
তুমি আমারি আমি তোমারি
মনের মতন।

তোমার আলোয় তাই দুচোখ ভরে
রাখি ধরে আপনারে
যদি হারাই মন অন্ধকারে।

কত খেলা সারা বেলা
কিছু রাখো তার কিছু ফেলা;
তারি মাঝে তুমি এলে যখন
তোমার হাতে দিলাম জীবন মরণ;
তুমি আমারি আমি তোমারি
মনের মতন।

আগের পাতা

ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না
শিল্পী: আরতি মুখপাধ্যায়

ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না,
ঘরের দুয়ারে এসো
শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ
চোখের জোয়ারে মেশো।

মনের অকাশে মেঘ জমা শেষ হলে
বুকের মাটি যে ভেসে যাবে কত জলে;
শুধু শুকনো হৃদয় প্রান্তরে তুমি
শিশিরের মত এসো।

শুধু প্রেরণা হয়েই সরে থাকো চাইনাতো;
এত কাছে যদি এলে তবে আজ
সাড়া কেন পাইনা তো।

অনেক রাত্রি সাগরের মতো কেঁদে
মেঘেদের রঙে স্মৃতিকে নিয়েছে বেঁধে;
দুটি হাতের মালার সোহাগে এবার
ধরা দিয়ে ভালোবেসো।

আগের পাতা


মধু মালতী ডাকে আয়
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়

মধু মালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলায়;
যূথী কামিনী কত কথা
গোপনে বলে মলয়ায়।

চাঁপা বনে অলি সনে আজ
লুকোচুরি গো লুকোচুরি;
আলো ভরা কালো চোখে
কি মাধুরী গো কি মাধুরী।
মন চাহে যে ধরা দিতে,
তবু সে লাজে সরে যায়।

মালা হয়ে প্রাণে মম
কে জড়ালো কে জড়ালো;
ফুল রেণু মধু বায়ে
কে ঝরালো কে ঝরালো।
জানি জানি কে মোর হিয়া
রাঙালে রাঙা কামনায়।

আগের পাতা

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।