খিড়কি
দিয়ে সিংহ দুয়ার
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; ছবি: স্ত্রী
খিড়কি দিয়ে সিংহ দুয়ার
এই তোমাদের পৃথিবী
এর বাইরে জগত্ আছে - তোমরা মানো না;
তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা
কোনটা প্রলাপ কোনটা কথা
তোমরা নিজেই জানো না।
তোমরা পায়রা ওড়াও বাজী
পোড়াও;
কপালে আগুন দিয়ে মনও পোড়াও;
তোমাদের কোনটা বাসর কোনটা হারেম;
কোনটা নেশা কোনটা যে প্রেম
তোমরা নিজেই জানো না।
জানলার ঝিলমিলিটার পাটি
তুলে
তোমরা তাকাও শুধু চোখের ভুলে
তোমাদের কোনটা আসল কোনটা নকল
কোনটা শুধু জবর দখল
তোমরা নিজেই জানো না।
আগের
পাতা
নীল
আকাশে নীচে এই পৃথিবী
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; ছবি: নীল আকাশে নীচে
নীল আকাশে নীচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে এই নীলাকাশ
তুমি দেখেছো কি ?
আকাশ আকাশ শুধু ঘন নীল নীলাকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত
পৃথিবী ঘুমিয়ে পড়ে - তুমি দেখেছো কি ?
তুমি রাতের সে নীরবতা দেখেছো
কি ?
শুনেছো কি রাত্রির কান্না
বাতাসে বাতাসে বাজে - তুমি শুনেছো কি ?
নিবিড় আঁধার নেমে আসে
ছায়া ঘন কালো রাত;
কলরব কোলাহল থেমে যায়
নিশিথ প্রহরী জাগে - তুমি দেখেছো কি ?
এই বেদনার ইতিহাস শুনেছো কি;
দেখেছো কি মানুষের অশ্রু;
শিশিরে শিশিরে ঝরে - তুমি দেখেছো কি ?
অসীম আকাশ - তারই নীচে
চেয়ে দেখ, ঘুমায় মানুষ
জাগে শুধু কত ব্যথা হাহাকার;
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে রাখে খবর তার - তুমি দেখেছি কি ?
আর শুনেছো কি মানুষের কান্না
বাতাসে বাতাসে বাজে - তুমি শুনেছো কি ?
আগের
পাতা
এই
রাত তোমার আমার
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; ছবি: দীপ জ্বেলে যাই
এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার
শুধু দুজনের, এই রাত শুধু যে গানের;
এইক্ষণ এ দুটি প্রাণের,
কুহু কূজনে - এই রাত তোমার আমার।
তুমি আছো আমি আছি তাই,
অনুভবে তোমারে যে পাই;
শুধু দুজনের - এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার
শুধু দুজনের - এই রাত তোমার আমার।
আগের
পাতা
তুমি
এলে, অনেক দিনের পরে
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
তুমি এলে, অনেক দিনের পরে
যেন বৃষ্টি এল;
তুমি এলে অনেক কথা
এলোমেলো মনে হল।
মনে আছে অনেক আগে
প্রশ্ন করেছিলে;
তুমি আপনি এসে নিজে
ওগো তারই জবাব দিলে;
এল রাতের শেষে চুপিসাড়ে
যেন দিনের আলো।
দিন যে আমার
আজকে হল দিন
একটু বোস কাছে -
আমার অনেক কথা আছে;
তোমার সময় থেকে কিছু সময় দিও ঋণ।
হঠাত্ কখন আমার অাঁধার
রাত্রি হয়ে গেছে,
আমি বুঝতে পারি নি যে
আমি বলতে পারি না যে;
আমার অনেক কাজের মাঝে
যেন হঠাত্ ছুটি হল।
আগের
পাতা