এই
পথ যদি না হয় শেষ হয়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; কথা: গৌরীপ্রসন্ন মজুমদার; ছবি: সপ্তপদী
এই পথ যদি না হয় শেষ হয়
তবে কেমন হত তুমি বলতো?
আর পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বলতো?
কোন রাখালের ঐ ঘর ছাড়া
বাঁশীতে
সবুজের ঐ দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়;
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় -
তবে কেমন হত তুমি বলতো?
নীল আকাশে ঐ দূর সীমা ছাড়িয়ে
সবুজে
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বলতো?
আগের
পাতা
আজ
দুজনার দুটি পথ ওগো
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; ছবি: হারানো সুর
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে;
তোমার ওপথ আলোয় ভরানো জানি,
আমার এ পথ আঁধারে গেছে যে ঢেকে।
সেই শপথের মালা খুলে
আমারে গেছ যে ভুলে
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে।
আমার এ কুল ছাড়ি
তব বিশ্বরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি।
আজ যতবার দীপ জ্বালি
আলো নয় তাই কালি
এ বেদনা তবু সহি হাসি মুখে
নিজেরে লুকায়ে রেখে।
আগের
পাতা
এই
মেঘলা দিনে একলা
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; ছবি: শেষ পর্যন্ত
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন
কাছে যাবো, কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যুথীবনে ঐ হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ঘরে আঁধারে ভুবন।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারা দিন
আজ যেন মেঘে মেঘে
হল মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন।
আগের
পাতা
মেঘ
কালো অাঁধার কালো
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
মেঘ কালো অাঁধার কালো
আর কলঙ্ক যে কালো
যেই কালিতে বিনোদিনী
হারালো তার কুল।
তার চেয়ে কালো কন্যা
তোমার মাথার চুল।
কাশ যে সাদা ধেনু সাদা
আর সাদা খেয়ার পাল
সাদা যে ঐ স্বপ্নে মাখা
রাজহংসের পাখা।
তার চেয়ে সাদা কন্যা,
তোমার হাতের শাঁখা।
লজ্জা রাঙা সিঁদুর রাঙা
আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশে
ঐ যে অস্তরাগ।
কন্যা, সবার চেয়ে রাঙা তোমার -
আলতার ঐ দাগ।
শস্য সবুজ পাতা সবুজ
আর সবুজ টিয়া পাখি
দুর্বা সবুজ তার সাথে যে
চির সবুজ বন।
সবার চেয়ে সবুজ, কন্যা,
তোমার অবুঝ মন।
আগের
পাতা
কী
দেখি পাই না ভেবে গো
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
কি দেখি পাই না ভেবে গো
ঐ মেঘের কালো বরণ
নাকি তোমার দুটি কাজল কালো নয়ন
কি ভালো পাই না ভেবেগো
ঐ ঝর্ণা ধারার চলন
নাকি তোমার দুটি নূপূর বাজা চরণ।
দূরে ঐ নীল আকাশে
লক্ষ তারা জ্বালা
কাছে এই নীলাম্বরী
চুমকি জরী ঢালা
অপরূপ চন্দ্রকলা
নাতোমার চন্দ্রহারের গড়ন।
তোমার কুমকুম লাল টিপ
নাকি বনের দোপাটি;
প্রজাপতির পাখায় নাকি
তোমার খোঁপাটি।
দূরে ঐ দখিন হাওয়া
ছন্দে বাজায় বাঁশী;
কাছে এই তোমার মুখের
মিষ্টি মধুর হাসি।
পাখিদের ভালোবাসা
না তোমার ভালোবাসার স্বপন।
আগের
পাতা
আমি
দূর হতে তোমারে দেখেছি
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
আমি দূর হতে তোমারে দেখেছি
আমি মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।
ছিল ভাবে ভরা দুটি অাঁখি
চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ঐ রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি
দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
কস্তুরী মৃগ তুমি,
যেন কস্তুরী মৃগ তুমি -
আপন গন্ধ ঢেলে
এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়াতে আপনারে ঢেকেছি।
ঐ কপালে দেখেছি লাল পদ্ম
যে দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমর গুঞ্জনে তোমারেই ডেকেছি
দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি।
আগের
পাতা