প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
ভাল লাগে যদি তবে দাম দিয়ে কিনি
ভেবো না ভেবোনা বেশি তো নেবো না
বেহিসেবী ভালোবেসে হব না ঋণী।

জীবনটা আমি বলি উত্সব
একমুঠো জলসার কলরব;
ভেবো না ভেবো না, বেশি তো নেবো না,
বেহিসেবী ভালোবেসে হবো না ঋণী।

উড়ন্ত সময়ের সঙ্গে আমার
নেইকো চুক্তি তাই একটু থামার
কোথাও থামার।

ভাবনার ভীরুঘর ফেলে তাই
খেয়ালের রাজপথে ছুটে যাই
ভেবো না ভেবো না, বেশীতো নেবো না।
সোহাগিনী হয়ে এসো লীলা বিহারিনী।

আগের পাতা

এই বালুকা বেলায় আমি লিখেছিনু
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; ছবি: শেষ পর্যন্ত

এই বালুকা বেলায় আমি লিখেছিনু,
একটি সে নাম আমি লিখেছিনু;
আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম।

কেন তবু বারে বারে ভুলে যাই -
আজ মোর কিছু নাই;
ভুলের এই বালুচরে
যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোনও দাম।
আজ সাগরের ঢেউ দিয়ে তরে যেন মুছিয়া দিলাম।

সাগরের কত রূপ দেখেছি
কখনও শান্ত রূপে কখনও অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি।

মনে হয় এতো নয় বালুচর
আশা তাই বাঁধে ঘর;
দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউগুলি
এ গোনার নেই যে বিরাম।
আজ সব কিছু দিয়ে আমি জানি নাতো কি যে নিলাম।

আগের পাতা

ও আকাশ প্রদীপ জ্বেলো না
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
আমার প্রিয়া লজ্জা পেতে পারে
আহা, কাছে এসেও ফিরে যেতে পারে।

তার সময় হল আমায় মালা দেবার।
সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার।
সেই সুরেতে ঝর্ণা তুমি চরণ ফেলো না।
ও আকাশ প্রদীপ জ্বেলো না।

ও পলাশ ফিরে চেয়ো না
ও কোকিল তুমি গেয়ো না
লাজুক লতা হয়তো গোলাপ পাবে
তার মুখের কথা মুখেই রয়ে যাবে।

তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়
তাহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাসায়
দোহাই বকুল ছন্দে তাহার দ্বন্দ জ্বেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না।

আগের পাতা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কতকাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা।

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিল
সূর্যের আলো তাই নিভে গিয়েছিল
নিজের ছায়ার পিছে
ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা।

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বোঝে না বুঝে তা বোঝে।
আমার চতুর্্পাশে সব কিছু যায় আসে
আমি শুধু দুচারিত প্রতিহীন ধারা।

আগের পাতা

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।