পথ
হারাবো বলেই এবার পথে নেমেছি
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি।
চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে
সে যে গান শুনিয়েছিল
হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি।
আগের পাতা
দূরন্ত ঘুর্ণির এই লেগেছে পাক
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
দূরন্ত ঘুর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘোরে বন্ বন্ বন্ বন্
ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়
কখনও পিঙ্গল কখন সবুজ
কখন বুঝি আর কখন অবুঝ
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল পথে ফেলে
গোলক ধাঁধার ভাই তাই লেগেছে তাক
এই দুনিয়া ঘোরে বন্ বন্ বন্ বন্
ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়।
ঐ ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভোলায়
কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো
জীবন জুয়ায় বীর জিতে গেলে
বোকার হদ্দ যদি হেরে গেলে
কপাল মন্দ আজ তাই চিচিং ফাঁক
এই দুনিয়া ঘোরে বন্ বন্ বন্ বন্
ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়।
আগের পাতা
তোমার
আমার কারও মুখে কথা নেই
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
তোমার আমার কারও মুখে কথা নেই
বাতাসেও নেই সাড়া
জেগে জেগে যেন কথা বলে ঐ
দূর আকাশের তারা।
দুজনেই কাছে তবু কত যেন দূর
মুকুলের কানে মৌমাছি আনে সুর
তোমার আঁখির পল্লবে মোর আঁখি যে নিমেষে হারা।
তোমার আমার মতই যেনগো
এ রাতের ভাষা নাই;
কথা হারায়ে স্বপনের মাঝে
নিজেরে হারাতে চাই।
জানিনাতো কেন দিলে তুমি
মোরে ফুল
এ রাতের শেষে মনে হবে এতো ভুল
হাসি দিয়ে যার শুরু হয় সেতো
আঁখি জলে হায় সারা।
আগের পাতা
পৃথিবীর
গান আকাশ কি মনে রাখে
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে
নীরব সুরের রামধনু শুধু
দিগন্তে ছবি অাঁকে
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে।
ফুলের সুরভি মায়া
উদাসী হাওয়ায় মন ভরে দেয়
অরণ্যে কাঁপে ছায়া
অরুণ আলোয় ব্যথিত প্রেমের
কমলিনী মুখ ঢাকে
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে।
ওগো প্রেম তুমি স্বপনের মায়ামৃগ
আজো বনপথে মায়া হরিণীর
ঠিকানা দেবে না কিগো।
ফিরে এসো তব গানে
আকাশ কাঁপানো বাতাস কাঁপানো
সুরভিত অভিমানে
মন যে দিল না একি পরিহাস
মন দিতে যাওয়া তাকে
পৃথিবীর গান আকাশ মনে রাখে।
আগের পাতা