প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

সেদিনের সোনাঝরা সন্ধ্যা
শিল্পী: শ্যামল মিত্র

সেদিনের সোনাঝরা সন্ধ্যা
আর এমনি মায়াবী রাত মিলে,
দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি
আমারেই কিবা তুমি দিলে।

মনের সোনার রঙে রাঙায়ে
নিজেরে দিয়েছি আমি সাজায়ে
জানি নাতো আমারে কি দিয়েছো
গোপনেই কি বা তুমি নিলে।

অস্ত গোধুলী যবে মায়ারাত
ফুল হয়ে ফোটে,
তেমনি করেই জানি হৃদয় পাত্র মোর
অনেক সুধায় ভরে ওঠে।

কাজল ব্যথার মেঘ ঝরায়ে
আমার ভুবন দিলে ভরায়ে
একথা যেমন করে জেনেছি
তুমিও কি তাই জেনেছিলে।

আগের পাতা

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
শিল্পী: শ্যামল মিত্র

নাম রেখেছি বনলতা যখন দেখেছি,
হয়তো বা সেক্ষণে তোমায় ভালোবেসেছি।
বনলতা, কও কথা - হয়ো নাগো কুণ্ঠিতা।
কৃপা থরথর মনে তাইনা এসেছি।

জলভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি,
একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি।
বনলতা, কও কথা, হয়ো নাগো কুণ্ঠিতা।

একটি কথা শুনবো বলে তাইতো কাছে এসেছি,
বলবে শুধু আমিও যে গো তোমায় ভালোবেসেছি।

আগের পাতা

কেন তুমি ফিরে এলে
শিল্পী: শ্যামল মিত্র

কেন তুমি ফিরে এলে,
আমি অন্ধকারে যারে পাইনি খুঁজে,
যদি আলোয় তারে পেলে।
তুমি কি দেখে, কথা না রেখে
তখন তো চলে গেলে।

মন থেকে সবই যদি যায় সরে,
প্রেম এলো কেন তবে সেই পথ ধরে।
ছিল যদি ভালোবাসার সেই মন,
সে ভালোবাসা কি যাবে ফেলে।

সব শেষ হয়ে মন শুন্য এখন
সেই আগের মতন ফিরে দেখি যত -
কেন হারিয়েছি সেই দেখার নয়ন।

অন্তরে যদি আজ ঝড় ওঠে,
যদি সে মুখের ছবি আর নাই ফোটে।
আঁধারেই আছি ভেবো না আর,
হৃদয়ে রেখেছি আগুন জ্বেলে।

আগের পাতা

যদি কিছু আমারে শুধাও
শিল্পী: শ্যামল মিত্র

যদি কিছু আমারে শুধাও
কি যে তোমায় কব
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া লও।

ঐ আকাশ যত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত, কথা বলে গেছে কত।
তেমনি আমার বাণী
সৌরভে কানাকানি
হয় যদি অনুরাগে -
সে ব্যথা বুঝিয়া লও।

অন্তরে অন্তরে
যদি কোনও মন্তরে
বোবা এ প্রাণের ব্যথা বোঝানো যেতো গো তরে।
কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি,
কিছু ভয় তার কাছে এটুকু বুঝিয়া লও।

আগের পাতা

এই সুন্দর পৃথিবী
শিল্পী: শ্যামল মিত্র

এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়
তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায়
কে জানে কোথায়।
না, না, না, যাবো না, মন যেতে নাহি চায়।

মনে হয় মানুষেরই সুখ দুঃখে মিশে থাকি
তাদের কাছে ডাকি
কণ্ঠে জড়ায়ে ধরে বলি,
যেতে দিও না আমায়।

সব কিছু ছেড়ে যেতে হবে,
তবু এই আকাশ এই বাতাস
পিছু ডাকে কেন তবে।

এই ভুবন দুদিনেরই তার - শুধু কেন আসা
মিছে মায়া ভালোবাসা।
ওগো নিঠুর জীবনে তুমি মোরে বোল না বিদায়
না, না, না, যাবো না, মন যেতে নাহি চায়।

আগের পাতা


এতো আলো আর এতো হাসি গান
শিল্পী: শ্যামল মিত্র

এতো আলো আর
এতো হাসি গান
রয়েছে ভুবন জুড়ে
এ শুধু তোমার
আমি চলে যাই দূর হতে বহু দূরে।

তোমার বীণার
যে-সুর আবেগে বাজে,
ব্যথা হয়ে সেতো
বাজে এ বুকের মাঝে।
সে তুমি জানো না -
তাই বেজে ওঠে ছন্দ তোমার নূপুরে।

রামধনু রং
তোমার আকাশ পারে
মেঘের আড়ালে
যত তারা মোর
ঢেকে যায় বারে বারে।

তাই কোনও দিন
আসিনি তোমার কাছে।
যদি ছায়া নামে,
হাসি মুছে যায় পাছে।
কোনও গান আমি
শোনাতে আসি নি
বেদনার কোনও সুরে।

আগের পাতা

আমি তোমার কাছে যেমন আছি
শিল্পী: শ্যামল মিত্র ; কথা: শ্যামল গুপ্ত

আমি তোমার কাছে যেমন আছি
থাকবো চিরদিন।
দুটি মনের একটি পৃথিবীতে -
সেখান থেকে পারবে না কেউ
তোমায় কেড়ে নিতে।

যারা তোমায় দুঃখ দিল
করল অপমান।
তাদের পাষাণ হৃদয়ে দাও
তোমার গানে প্রাণ।
হারিয়ে ফেল নিজেরে আজ
আপন মাধুরীতে।

জানো নাতো তোমায় নিয়ে
আমার কত আশা।
কত যে সাধ কত স্বপন
বাঁধছে বুকে বাসা।

এই জীবনে মিলন তিথি
এলো বা নাই এলো
তোমার আমি বরণমালা
পেলো বা নাই পেলো।
সব চাওয়া তার
তোমার সাধন সফল করে দিতে।

আগের পাতা


চৈতালী চাঁদযাক যাক ডুবে যাক
শিল্পী: শ্যামল মিত্র

চৈতালী চাঁদ যাক যাক ডুবে যাক
গহন অাঁধারে রাত
যাক যাক ভরে যাক।

ঝরে যাক চৈতালী ফুল
সব খেলা হয় হোক ভুল
দুস্তর দিক আর মরু সাহারায়
ঝড় যদি আনে বয়ে।
তবু তুমি কাছে থেকো আমারই হয়ে।

কাকলির গান যদি অকালে থামে
ভ্রমরের পাখনায় ক্লান্তি নামে
অশান্ত দুর্বার ঘূর্ণি হাওয়ায়
দীপ যদি ভয়ে নেভে
তবু তুমি কাছে থেকো আমারই হয়ে।

যদি তীরে এসে তরী ভেঙে যায়
নীল আকাশ কালো মেঘে ছায়।
উদ্দম চঞ্চল শ্রোত ঝরণায়
সব কিছু যায়গো ভেসে -
তবু তুমি কাছে থেকো আমারই হয়ে।

আগের পাতা


Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।