প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

যে মালা শুকায়, যে খেলা ফুরায়
শিল্পী:শ্যামল মিত্র; কথা:পবিত্র মিত্র

যে মালা শুকায়, যে খেলা ফুরায়
নেই তার কোনও দাম -
তাই তো তোমার খেলাঘর হতে
বিদায় নিয়ে এলাম, বিদায় নিয়ে এলাম।

শ্রাবণের কোনও সাঁঝে
যদি ব্যথার বাঁশীটি বাজে।
তুমি একবার শুধু মনে মনে ডেকো -
ভুলে যাওয়া মোর নাম।

তোমার আকাশে পূর্ণিমা চাঁদ,
ঝলমল যত তারা।
তারি এক কোনে বহুদূরে আমি
রয়েছি তন্দ্রাহারা।

তোমার ফাগুনবেলা বেলা
জানি আনে শুধু অবহেলা -
তাই কি হবে বল না হিসেব মিলায়ে
পাই নি কি যে পেলাম।

আগের পাতা

কি নামে ডেকে বলবো তোমাকে
শিল্পী: শ্যামল মিত্র

কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছো আমাকে ঐ দুটি চোখে।

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে -
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
কি করি - ভেবে যে মরি বলবে কি লোকে!
মন্দ করেছো আমাকে ঐ দুটি চোখে।

পালাতে পারি নি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে।
জানি না তোমার মনেও এত প্রেম আছে।
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে।

আগের পাতা

আহা ঐ আঁকা বাঁকা যেই পথ
শিল্পী: শ্যামল মিত্র

আহা ঐ অাঁকা বাঁকা যেই পথ যায় সুদূরে
বনহরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই -
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি।

জীবন বৃন্তের থেকে ঝরে,
কত না স্বপÔ গেছে মরে
তবুও পথ চলা কবে যে
শেষ হবে - জানি না।

আপন নীড়ে ফিরে গেছে পাখী,
নীড় হারায়ে আমি পথে থাকি।
ভাবি এখনও মোরে
আকাশে চেয়ে চেয়ে
ভাবো কি - জানি না।

আগের পাতা

তুমি আর আমি শুধু
শিল্পী: শ্যামল মিত্র

তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর
হাসি আর গানে ভরে তুলবো -
যত ব্যথা দুজনেই ভুলবো।

সে যে ভুল - সেতো আমি বুঝি নি।
সেদিন ফুলের পাশে কাঁটা খুঁজি নি।
ভেবেছিনু মধুরাতে
জীবন দোলায় শুধু দুলবো,
যত ব্যথা দুজনেই ভুলবো।

শুধু বল তুমি কি গো জানতে
যেতে যেতে এই পথ
শেষ হবে কোন মরুপ্রান্তে।

একবার শুধু ওগো বল না
ফুলবীথি ফুলে কেন ভরা হল না।
বুঝিনিতো এই রাখী
কোনও দিন নিজহাতে খুলবো।

আগের পাতা

এমনও দিন আসতে পারে
শিল্পী: শ্যামল মিত্র

এমনও দিন আসতে পারে
যখন তুমি দেখবে আমি নাই।
আমায় তুমি ভুল বুঝো না যেন -
তোমার আগে আমিই যদি যাই।

ফেরে না কেউ যেথায় গেলে হায়,
সাধ করে আর কেই বা বল - সেথায় যেতে চায়;
তবুও যদি তোমায় ছেড়ে হয়গো যেতে কভু;
দূরে থেকেও তোমায় যেন এমনি করেই পাই।

যেদিন ওগো এমনি করে ফুটবে বকুল আবার,
সেইতো হবে লগন ওগো - তোমায় ফিরে পাবার।

তোমার কাছে আমার যত ঋণ
পারবো নাকো জানিয়ে যেতে তোমায় কোনোদিন।
ফিরবো ভেবে আশায় থেকে হওগো নিরাশ যদি
সেই কথাটি তোমায় আমি জানিয়ে গেলাম তাই।

আগের পাতা


একটি কথাই লিখে যাবো
শিল্পী: শ্যামল মিত্র

একটি কথাই লিখে যাবো শুধু
জীবনের লিপিকাতে
তুমি যে আমার তুমি যে আমার, ওগো।
অশ্রু আখরে লিখে যাবো আমি
চির-বিদায়ের আগে - জীবনের শেষ পাতে।

রব না যেদিন তব পাশে আর
ভুলেও যদি বা কভু একবার
মনে পড়ে যায় কোন অবসরে
সেই লিপিখানি হাতে
একটি কথাই খুঁজে পাবে তুমি
তারই প্রতি পাতে পাতে
তুমি যে আমার তুমি যে আমার, ওগো।

আজ নয় ওগো বুঝিবে সেদিন
রহিবে যখন একা
কত ব্যথা আর অভিমানে
লিপিকাতে আছে লেখা।

কাহিনীর মত যারে মনে হয়
সেতো শুধু ওগো কল্পনা নয়
ভেবে দেখো সেতো জীবনে তোমার
ছিল যে তোমারি সাথে
একটি কথাই লিখে গেছে তব
স্মরণের লিপিকাতে
তুমি যে আমার তুমি যে আমার, ওগো।

আগের পাতা

ঝির্ ঝির্ ঝির্ ঝির্ ঝিরি
শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য

ঝির্ ঝির্ ঝির্ ঝির্ ঝিরি বরষায়
হায় কিগো ভরসা আমার
ভাঙা ঘরে তুমি বিনে
শন্ শন্ শন্ শন্ বহে হাওয়া
মিছে গান গাওয়া এমন দিনে।

এলোরে ঝড় এলোমেলো
জীবনে ঢেউ এলোমেলো
বাহিরে দ্বার খুলে গেলো
তবু একা বসে থাকা কাল গুণে।

তুমি কোথা কত দূরে
কও কথা দাও সাড়া
তবে গো তোমারি সুরে
আমার এ গান হবে সারা।

জীবনে যায় বয়ে বেলা
সহে না আর অবহেলা
এবারে শেষ কর খেলা
মনে মনে এসো ওগো পথ চিনে।

আগের পাতা

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা
এই মাধবী রাত
আসেনিতো বুঝি আর
জীবনে আমার।

এই চাঁদের তিথিরে বরণ করি (২)
ওগো মায়াভরা চাঁদ আর
ওগো মায়াবিনী রাত।

বাতাসের সুরে শুনেছি বাঁশী তার
ফুলে ফুলে ঐ ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
সেই চাঁদের তিথিরে বরণ করি।

সব কথা গান সুরে সুরে যেন
রূপকথা হয়ে যায়;
ফুল ঋতু আজ এলো বুঝি মোর
জীবনের ফুলছায়।

কোথায় সে কত দূরে
জানি না ভেসে যাই,
মনে মনে যেন স্বপেÔর দেশে যাই;
আজ তাই তো জীবনে বাসর গড়ি
এই চাঁদের তিথিরে বরণ করি।

আগের পাতা

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।