প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

হে নূতন, দেখা দিক আরবার

জুলাই ৩০, ২০১৫

গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি ...

জন্ম ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ । মৃত্যু ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ
(মে ৭, ১৮৬১)          (আগস্ট ৭, ১৯৪১)

১৪১৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে অনলাইন গীতবিতান সাইটটি ছিল আমাদের পূর্ণকলস অর্ঘ্য। সেটিকে আমরা সাজিয়ে চলেছি নিত্যনূতন সম্ভারে। কবির সত্তরতম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করার কারণে আবার সাইটটির পরিব্রাজন ফলপ্রসূ হবে বলে আমাদের বিশ্বাস।

প্রথম পাতা খুললেই বাঁদিকের স্তম্ভে সব ওপরে আছে আজকের তারিখে (নিদেন এই মাসে) রচিত একটি গানের লিঙ্ক-- হয়তো 'আজি হতে শতবর্ষ' আগে কবি এমনই এক দিনে এ গানটি গেয়েছিলেন। সেই লিঙ্কে ক্লিক করে আজকের দিনটি শুরু করতে পারেন সেই গানটি শুনে (অবশ্য যদি মিউজিক লিঙ্কটি ইন্টারনেটে থাকে)। উদাহরণ: এখানে ক্লিক করুন।

যাঁরা কিছুদিনের অনুপস্থিতির পর এ সাইটে ফেরত্ এলেন, তাঁদের সুবিধার জন্য গত কয়েক মাসের সংযোজনের লিঙ্ক দেওয়া আছে বাঁদিকের স্তম্ভের মাঝামাঝি। সেখানে গিয়ে, ধরুন জুন মাসের লিঙ্ক ক্লিক করলে এই পাতাটি দেখবেন। সেখান থেকে রাবীন্দ্রী ভৈরবী সম্বন্ধে আরো খবর করতে পারেন (ডানদিকের স্তম্ভে দেখবেন), বা 'আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে’ গানটির সংশ্লিষ্ট কাহিনী পড়তে পারেন।

রবীন্দ্রনাথ ঠিক কতগুলি গান লিখেছিলেন তা নিয়ে পণ্ডিতদের তর্ক শেষ হয়না নানা কারণে। আমাদের সংগ্রহের সূচীতে আছে ২৩৮৪টি গানের নাম, তার থেকে দ্বিত্ব বাদ দিলে আমরা পাচ্ছি ২২৭৬টি গান যা গীতবিতানে ছাপা আছে। এই বিশাল সম্ভার থেকে যে কোন গান খুঁজে নিতে পারেন (নমুনার জন্য নীচের একটি লিঙ্কে ক্লিক করুন)

প্রথম অক্ষরের সূচী থেকে বা

সার্চ পাতায় গিয়ে।

আপনার পছন্দের গানটি খুঁজে পেলে তার তথ্যের পাতায় যাবেন, সেখানে রবীন্দ্র-অনুরাগীদের জন্য ভোজ্যের বিপুল সমারোহ। গানটি শুনতে হলে নীচের প্রথম অথবা দ্বিতীয়  অথবা তৃতীয় ইত্যাদি
লিঙ্কের খোঁজ করবেন -- বহু গানের একাধিক লিঙ্ক আছে। আজ অবধি আমরা প্রায় ১৩০০ গানের ২৩০০ লিঙ্ক সংগ্রহ করতে পেরেছি, আপনার প্রিয় শিল্পীর গান সেখানে পাবেন নিশ্চয়। যে বছর গানটি লেখা হয় কবির সেই বছরের ছবি পাবেন ডানদিকের স্তম্ভে, আর সেখানে থাকবে রবীন্দ্রনাথের বিশ্বে ও বহির্বিশ্বে সেই বছরের উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত তালিকা। গানটি কোথায় লিখেছেন জানা থাকলে ও সেই স্থানের ছবি আমাদের কাছে থাকলে, বাঁদিকের স্তম্ভে সেই ছবি থাকবে আর থাকবে যদি গানটির সম্বন্ধে কোনো কাহিনী জানা থাকে তার কথা। অর্থাত্ যতোটা সম্ভব, আমরা গানটিকে সেই দিনের, সেই কালের পরিবেশের মধ্যে সাজিয়ে দিয়েছি। যাঁরা বিশেষ তথ্য চান -- রাগ, তাল, স্বরলিপি, সঙ্গীতচিন্তা, এসবের সমারোহও আছে। বিশদতর বিবরণের জন্য এই পৃষ্ঠার সবশেষে যে লিঙ্ক আছে সেখানে দেখুন।

গানে গানে যে সব তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে তাও আমরা সংহত করে পেশ করেছি। এগুলি দেখা যায় 'লিরিকস' পাতায় গিয়ে উপরে বাঁদিকের নীল মেনুবারে হলুদ 'অন্যান্য তথ্য' বাটনটির ওপর মাউস নিয়ে গেলে। কিছু নমুনা দেওয়া হোলো (নীচের লিঙ্কে ক্লিক করুন):

রবীন্দ্রসঙ্গীত চরিতাভিধান -- রবীন্দ্রনাথের গানের জগতে যাঁদের আসা যাওয়া ছিল তাঁদের সংক্ষিপ্ত পরিচয়, অবশ্যই গানের পরিপ্রেক্ষিতে।

গানের বই -- একক বা সংগ্রহ হিসেবে প্রকাশিত তাঁর বহু গানের বই সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, কাল ও বর্ণানুক্রমিক ভাবে নিবদ্ধ।

স্বরবিতান -- প্রতিটি খণ্ডের বিষয়ে সংক্ষিপ্ত তথ্য-- স্বরলিপি কারা করেছেন, সুর- ছন্দ- পাঠ- ভেদের তালিকা ইত্যাদি।

শুরুর পর থেকে যেমন যেমন আমরা বিশেষ তালিকা, যাতে রবীন্দ্রানুরাগীদের আগ্রহ থাকতে পারে, যোগ করেছি এবং এখনও করে চলেছি। যেমন যেমন নতুন কোন বিশেষ তথ্যের তালিকা তৈরী হচ্ছে, আমরা 'এই মাসের সংযোজন' মারফত্ আপনাদের জানাচ্ছি এবং এই প্রগতি চলতে থাকবে।

তথ্যবহুল এই সাইটের গভীরে যাঁরা প্রবেশ করতে চান তাঁদের সুবিধার জন্য প্রতি পাতায় একটি সহায়িকা (হেল্প) লিঙ্ক দেওয়া আছে -- বাঁদিকে উপরে নীল-হলুদ মেনুবারে। নমুনা চাইলে এখানে ক্লিক করুন।
******************

"তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।"
-- [অবসান]

জয়তু রবীন্দ্রনাথ!

 

Copyright © 2015 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।