অপরাজিতা
গাঢ়
নীল রঙের ফুল, কিন্তু নিচের দিকটা (এবং ভেতরটা) সাদা - কখনো বা
একটু হলদের আভাস। অপরাজিতা কখনো গুচ্ছে গুচ্ছে ফোটে না, এরা যেন
একা থাকতে ভালোবাসে। একটি একটি করে পাতা-ভর্তি লতার ফাঁকে ফাঁকে
এদের ফুটতে দেখা যায়। ফুলে গন্ধ নেই, কিন্তু সবুজ পাতার উপর ইতস্ততঃ
ছাড়ানো নীলফুলগুলি দেখতে সত্যই খুব চমত্কার। বাগানের বেড়ায় বা
বাইরের গেটের উপরে অপরাজিতা লতা জড়িয়ে আছে - আমাদের দেশে এটি একটি
পরিচিত দৃশ্য।
অপরাজিতাকে
ইংরেজিতে Butterfly pea, Asian pigeonwings, blue pea,, ইত্যাদি
বলা হয়।এটির বৈজ্ঞানিক নাম Clitoria
teratea । এটি Leguminosae
পরিবারভুক্ত। Clitoria শব্দটি এসেছে গ্রীক kleitoris
থেকে - ফুলের আকারটি বোঝানোর জন্য। Ternatea শব্দটি এসেছে মালাক্কা
উপসাগরের Ternate দ্বীপের নাম থেকে, যেখান থেকে এই ফুলটি সংগ্রহ
করে নামকরণ করা হয়েছিল। অপরাজিতার পাতাগুলি বহুফলক বা বহু-পক্ষাকার
(ভূমিকা দেখুন) হয়। প্রতিটি
পাতায় ৫ থেকে ৯ টি পত্রক থাকে - একটি থাকে পাতার চূড়োতে।
কৃতজ্ঞতা স্বীকার:ছবি দুটি
জনাব মাহফুজুর রহমানের সৌজন্যে পাওয়া।
সহায়িকা:বাংলার ফুল, মাহফুজুর রহমান, আগামী
প্রকাশনী, ঢাকা।