অশোক
অশোক
গাছ আমাদের দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়। এটি ভারতীয় উপমহাদেশের
গাছ - হিন্দুপুরাণ রামায়ণেও এই গাছের উল্লেখ আছে। লঙ্কার অশোক
বনে রামের পত্নী সীতা বন্দিনী হয়ে ছিলেন। অশোক একটি মাঝারি আকারের
গাছ। এর ফুলগুলি ছোট ছোট এবং গুচ্ছবদ্ধ হয়ে ফোটে। সুন্দর কমলা-লাল
রঙ - ফুলে একটু গন্ধও আছে। ফুলগুলি ফোটে পলাশেরই মত বসন্ত কালে
- বাগান আলো করে। পলাশ ও অশোক দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন,
রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে।
অশোকের
ইংরেজি নামও Ashoke। এর বৈজ্ঞানিক নাম Saraca
indica। এটি Leguminosae
পরিবারভক্ত।Indica অর্থ of
or from India, অর্থাত্ ভারতীয়
উপমহাদেশ থেকে। এর পাতা ও ফুলগুলি সুন্দর বলে, অনেক জায়গাতেই অশোক
গাছ লাগানো হয়। পাতাগুলি বল্লমাকার - দৈর্ঘেz প্রায় ১৫ সেণ্টিমিটারের
মত। এই গাছের একটি বৈশিষ্ট্য হল যে, এর বাকলগুলোর গা মসৃণ হয় না
- আবের মত উঁচু নিচুতে ভরা থাকে। এই গাছের অনেক ভেষজগুণ আছে।
কৃতজ্ঞতা
স্বীকার:ছবি দুটি জনাব মাহফুজুর রহমানের সৌজন্যে পাওয়া।
সহায়িকা:বাংলার ফুল, মাহফুজুর রহমান, আগামী
প্রকাশনী, ঢাকা।