প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

কাঁঠালি চাঁপা

কাঁঠালি চাঁপা সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকলেও গাছের পাশ দিয়ে হাঁটলেই বোঝা যায় তার অস্তিত্ব। এর পাকা কাঁঠালের ভারি গন্ধ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। গাছ থেকে তোলা ফুলের গন্ধও বহুদিন ধরে থাকে। দেখতে অনেকটা চাঁপার মত, কিন্তু জাত ভিন্ন। ঝোপ জাতীয় গাছ, কিন্তু লতিয়ে ওঠার ক্ষমতা রাখে। উজ্জ্বল সবুজ পাতা - ঘন-সন্নিবিষ্ট বলে সুন্দর ছায়া দেয়। টুনটুনি পাখীরা এই গাছ খুব পছন্দ করে - কারণ পাতাগুলি বুনে চমত্কার বাসা তৈরি করা যায়।

 

 

 

 

 


কাঁঠালি চাঁপাকে ইংরেজিতে Ylang Ylang (ilang ilang), tail-grape ইত্যাদি বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Artabotrys uncinatus-যেটি Artabotrys uncinatus এবং Artabotrys odoratissimus-এর সমার্থক। এটি Annonaceae পরিবারভুক্ত।Artabotrys শব্দটি এসেছে গ্রীক artao (support) এবং botrys (bunch of grapes) থেকে। uncinatus শব্দটির অর্থ hook বা আঁকড়ি। odoratissimus শব্দের অর্থ most fragrant বা সবচেয়ে সৌরভযুক্ত। আর hexapetalus-এর অর্থ Six petals ছয়টি পাপড়িযুক্ত। কাঁঠালি চাঁপার ছ'টি পাপড়ি এবং এর গন্ধ সুদূরগামী। তাই সমার্থক দুটি নামের অর্থ বেশ স্পষ্ট।

কৃতজ্ঞতা স্বীকার:ছবি দুটি জনাব মাহফুজুর রহমানের সৌজন্যে পাওয়া।
সহায়িকা:বাংলার ফুল, মাহফুজুর রহমান, আগামী প্রকাশনী, ঢাকা।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।