প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

কদম (নীপ)

কদম বা কদম্ব হল বর্ষার ফুল। এর গাঢ় নিবিঢ় সুগন্ধ বৃষ্টির দিনে বাংলার বাতাস ভারি করে তোলে।

বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান।

রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের দেশের গাছ। গোলাকৃতি হলদে-সাদা ফুল ছোট ছোট ডালের ডগায় একটি করে ফোটে। কিন্তু ফুলগুলি আসলে গোল নয় এবং একটিও নয়। ক্ষুদ্র সাদা সাদা রোঁয়ার মত অজস্র ফুল হলুদ গোলকের উপর ফুটে থাকে। ফুলের সুগন্ধ বিশেষ করে পাওয়া যায় ঝরে যাবার আগে।

 


কদম ফুলকে ইংরেজিতেও Kadam বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Anthocephalus cadamba, কিন্তু Rubiaceae chinensis, Nauclea cadamba এবং Cadamba indica বলেও এটিকে বর্ণনা করা হয়। নামের শেষে indica ও chinensis থাকার অর্থ যে, নামকরণের সময়ে এটি চীন ও ভারত - দুই জায়গাতেই পাওয়া গিয়েছিল। এছাড়া এশিয়ার অন্যান্য জায়গাতেও প্রচুর কদম গাছ দেখতে পাওয়া যায়। মলয় উপকূলে কদম গাছের নাম ক্যালেম্পায়ন, ফিলিপাইন দ্বীপপুঞ্জে কাটোন বঙ্কাল, ইন্দোনেশিয়াতে কেলেম্পাজন আর মায়নামরে মাউ-লেট্টন-শি। কদম গাছ মোটামুটি বড়ই হয় (১৫ থেকে ৩০ মিটার)। পাতাগুলিও বেশ বড় ও আয়তকার।

কৃতজ্ঞতা স্বীকার:ছবি দুটি জনাব মাহফুজুর রহমানের সৌজন্যে পাওয়া।
সহায়িকা:বাংলার ফুল, মাহফুজুর রহমান, আগামী প্রকাশনী, ঢাকা।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।