করবী
কলকে
ফুল প্রায় সর্বত্রই চোখে পড়ে। হলুদ রং - গড়নটা কলকের মত। কলকে
ফুলকে অনেক সময় হলদে করবীও বলা হয়। কলকে গাছ সাধারণত দশ পনেরো
ফুট (৩ থেকে ৫ মিটারের মত) উঁচু হয়। পাতাগুলি সরু রেখাকার। কলকে
যে পরিবারের- সেই একই পরিবারের আর একটি ফুল আজকাল আমাদের দেশে
অনেক দেখা যায়। ফুলটির নাম অzালামাণ্ডা। অzালামাণ্ডা গাছ কলকের
থেকে একটু ছোট হয়। কিন্তু এর পাতাগুলি হয় কলকের থেকে একটু চওড়া।
দুটো গাছই বিষাক্ত - বিশেষ করে কলকে গাছের রস ও বিচি। পীচ
রঙের কলকে আমেরিকায়, বিশেষ করে Âফরিডা অঞ্চলে, প্রচুর দেখতে পাওয়া
যায়। তার ছবির জন্য এইখানে ক্লিক
করুন।
কলকে
ফুলের গাছ ইংরেজিতে ভএসতলেল থরএএ, Yএললওড লএঅনদএর, চেকয নতে ইত্যাদি
নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম থহএvএতেঅ এরেvেঅনঅ@। এটি াপওচযনঅচএঅএ
পরিবারভুক্ত।থহএvএতেঅনামটি এসেছে ফরাসী মিশনারী ানদরস্ত থহস্তvএত
-এর নাম থেকে। থহস্তvএতষোড়শ শতাব্দীতে দক্ষিণ আমেরিকা থেকে বহু
ফুল সংগ্রহ করেছিলেন। উপরে যে অzালামাণ্ডা-র কথা বলা হয়েছে, সেটিকে
ইংরেজিতে বলা হয়Yএললওড াললঅমঅনদঅ বা ঘওলদএন থরমেপএত।এর বৈজ্ঞানিক
নামাললঅমঅনদঅ চঅতহএরতচেঅ@। এটিওাপওচযনঅচএঅএ পরিবারভুক্ত।
কৃতজ্ঞতা স্বীকার:ছবি দুটি জনাব মাহফুজুর রহমানের সৌজন্যে পাওয়া।
সহায়িকা:বাংলার
ফুল, মাহফুজুর রহমান, আগামী প্রকাশনী, ঢাকা।