প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

কলমি (কলমী)

কলমি ফুলের চটক নেই, তাই বাগান সাজাতে কলমির খোঁজ বলতে গেলে কেউই করেন না। কলমিকে নিজেই তার জায়গা খুঁজে নিতে হয় - মাঠে-ঘাটে পুকুরে-ঝিলে। সেইখানে থেকেই কলমি অকাতরে ফুল ফুটিয়ে বাংলাকে সাজিয়ে যায় নিজের মতন করে - আমরা চাই বা না চাই। এই বাংলার পল্লীচিত্র যে কলমি ছাড়া অসম্পূর্ণ থাকবে - সংবেদনশীল কবি সেটি জানেন। তাই কবি জীবনানন্দ দাশ এক আবেগঘন মুহূর্তে তাঁর 'রূপসী বাংলা'কবিতায় লেখেন,

"সারাদিন কেটে যাবে কলমীর গন্ধে ভরা জলে ভেসে ভেসে,
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে..."

 

 

 


কলমি ফুলের বৈজ্ঞানিক নাম Ipomoea aquatica। এটি Convolvulaceae পরিবারভুক্ত।Ipomoea উপপরিবারে বহু জাতের ফুল আছে। তাদের মধ্যে একটির নাম প্রায় সকলেই জানেন - মর্নিং গ্লোরি। aquatica-র অর্থ জলে বসবাসকারী। সাধারণত পুকুর-ঝিলের পাশে জলা জায়গায় কলমি ফুলের দেখা মেলে বলেই এই নাম দেওয়া হয়েছে। কলমি ফুলকে ইংরেজিতে অনেক সময়ে swamp morning glory বলা হয়। বলা বাহুল্য swamp শব্দটির ব্যবহার শুধু স্থান নির্দেশক নয়, ফুল হিসেবে কলমি যে জাতে ওঠে নি - সেটাও খানিকটা বোঝানো হয়েছে। ফুল না কিনলেও কলমির পাতা বিদেশেও অনেকে কেনেন। কলমি শাক Chinese
water spinach নামে বিদেশী বাজারে অনেক সময়ে বিক্রি হয়।


 

কৃতজ্ঞতা স্বীকার:ছবি দুটি জনাব মাহফুজুর রহমানের সৌজন্যে পাওয়া।
সহায়িকা:বাংলার ফুল, মাহফুজুর রহমান, আগামী প্রকাশনী, ঢাকা।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।