ছবিতে ভ্রমণ

নভেম্বর ১৫, ২০১৪
ছবিতে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা ২০১৪
শুভেন্দু প্রকাশ চক্রবর্তী
চন্দননগরের জগদ্ধাত্রী পূজার ইতিহাস নতুন করে বলার অপেক্ষা রাখে না। একদিনের পূজা এখানে চারদিন হয়ে থাকে। পূজার জাঁকজমক, বিশেষ করে দশমীর বিসর্জন দেখতে কয়েক লক্ষ দর্শনার্থীর সমাগম হয়। এখানকার আলোর কীর্তি এখন বিশ্ববিখ্যাত হয়ে গেছে।
এবারের কয়েকটি পূজা মণ্ডপ ও তার সজ্জা, প্রতিমা এবং একটি অনুষ্ঠানের (ধুনা পোড়ানো) ছবি আপনাদের দেখাচ্ছি। এই অনুষ্ঠানটি এখানে খুবই কম মণ্ডপে অনুষ্ঠিত হয়।
পূজা মণ্ডপ-পালপাড়া
প্রতিমা -পালপাড়া
প্রতিমা ও দর্শনার্থী-পালপাড়া
পূজা মণ্ডপে ধূনা পোড়ানোর অপেক্ষায়-পালপাড়া
ধূনা পোড়ানো-পালপাড়া
মণ্ডপে তালপাতার ময়ুর-পালপাড়া
প্রতিমা-উত্তরাঞ্চল, সন্তান সঙ্ঘ
মণ্ডপের বাইরে চন্দননগরের ফরাসি ইতিহাসের স্মরণ ১-উত্তরাঞ্চল, সন্তান সঙ্ঘ
মণ্ডপের বাইরে চন্দননগরের ফরাসি ইতিহাসের স্মরণ ২-উত্তরাঞ্চল, সন্তান সঙ্ঘ
মণ্ডপের বাইরে চন্দননগরের ফরাসি ইতিহাসের স্মরণ ৩-উত্তরাঞ্চল, সন্তান সঙ্ঘ
মণ্ডপের বাইরে চন্দননগরের ফরাসি ইতিহাসের স্মরণ ৪-উত্তরাঞ্চল, সন্তান সঙ্ঘ
পূজা মণ্ডপ-নাড়ুয়া
প্রতিমা-নাড়ুয়া
অন্যতম দীর্ঘ প্রতীমা-ফটকগোড়া
প্রতিমা-শুকসনাতনতলা
পূজা মণ্ডপ- শুকসনাতনতলা
একটি বাড়ির পূজার প্রতিমা
লেখক পরিচিত - শিক্ষাবিদ। পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন বহু বছর। নেশা হচ্ছে ভ্রমণ। অবসর-এর একজন নিয়মিত লেখক। ।
(আপনার
মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)
অবসর-এর
লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য
অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।