প্রথম পাতা

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ছবিতে ভ্রমণ

জুলাই ১৫, ২০১৬

 

ডাল লেকের জীবন

রাহুল গুহ


ডাল লেক, শ্রীনগর এর মাথার মনি৷ ২২ বর্গ কিমি জলা জায়গাতে ১৮ বর্গ কিমি বিস্তৃত ৷ মনোরম ভ্রমণ স্থল ছাড়াও এই লেকটির একটা অত্যন্ত জরুরী বাণিজ্যিক দিক আছে ৷ বহু লোকের জীবিকার উৎস এই জলের দেশ। খুব সকালে সূর্যোদয়ের সময় যখন পুরো জায়গাটাতে একটা অদ্ভুত শান্তি ছেয়ে থাকে তখন অনেক স্থানীয় বাসিন্দারা শিকারা নিয়ে বেরিয়ে পড়ে, বোধহয় আসন্ন দিনের হিসেব নিকেশ করার এটাই সময়।


সাজ-শয্যা ছাড়া কাজের শিকারা, মাঝির অপেক্ষায়......।


আর, সেজেগুজে যাত্রীর অপেক্ষা......


ভোরের বাজার, হরেক রকম শাক সব্জি... বিকিকিনির সময়, যে দাম দেবে, তার।


বেচাকেনার পর, একটু জিরিয়ে নেওয়া। বন্ধুরা সাথে থাকলে, কথাই নেই


ব্যস্ত শিকারা


এঁর কোনো তাড়াই নেই... আমি সময়ের বাদশা।


যদি হঠাৎ ক্ষিদে পায়?


সারাদিন অনেক কাজ, যদি কিছু দরকার পড়ে?


ভাসমান বাজার


মজার দোকান জলের ওপর, পালাতে চাইলেও......


ডাল লেকের বিখ্যাত হাউস বোট, শোনা যায়, সেই সময় বিদেশীদের কাশ্মীরে জমি কেনার নিষেধ ছিলো, তাই এ ব্যবস্থা।


জলের মাঝে ঘাস জমি, অত্যন্ত ঊর্বর। স্থানীয়রা সব্জি চাষের কাজে লাগায়


বাড়ির মহিলারা দিনের মধ্যে বহুবার, জলের ওপর দিয়ে যাতায়াত করে।


বেড়াতে বেরোয়


ফুলের জলসা... কে নিবি আয়...


অবশেষে...


ব্যস্ত দিনের শেষে, সন্ধ্যা আগত ওই,


দিনের শেষে ঘুমের দেশে...।


ছবি - লেখক


লেখক পরিচিতি - মাইনিং ইঞ্জিয়ার। বর্তমানে ভারত সরকারের ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটি। নেশা ফটোগ্রাফি। অবসর-এ ওঁর তোলা ছবি অনেক সময়েই ব্যবহার করা হয়েছে।

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.



অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।