ক্যারিবিয় ক্রিকেটের কাহিনি – পর্ব ১

ক্যারিবিয় ক্রিকেটের কাহিনি – পর্ব ১
বর্ণ-বৈষম্যের অস্ট্রেলিয়ায় অগ্নি-পরীক্ষা

QVB135lg

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের এই কাহিনি শুরু হচ্ছে তাদের চির প্রতিদ্বন্দ্বী ‘ডাউন আন্ডার’ অস্ট্রেলিয়ায়। এডি গিলবার্টকে কারুর মনে আছে? সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিন, ক্রিকেট-রসিকদেরই কি মনে আছে এডি গিলবার্টের কথা?

কুইন্সল্যান্ডের ফাস্ট বোলার ছিলেন এডি গিলবার্ট। তাঁর সম্বন্ধে স্বয়ং ব্র্যাডম্যান বলেছিলেন, “Fastest bowler I have ever seen, including Larwood during body-line series।” যার সম্বন্ধে ‘ফাস্ট’ নয়, ‘এক্সট্রিমলি ফাস্ট’ বিশেষণটি ব্যবহার করা হত। আসুন, আমরা দেখে নিই এডির প্রতিভার একটি খণ্ড চিত্র।

ডন ব্র্যাডম্যান

১৯৩১ সালের শেফিল্ড শিল্ড ম্যাচ – ব্রিসবেনের মাঠে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে কুইন্সল্যান্ড। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে নামছেন ডন ব্র্যাডম্যান, যিনি ঠিক তার আগের বছরে অ্যাশেস-এ ‘ঈশ্বর-সুলভ’ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। চারটি সেঞ্চুরির মধ্যে দুটি ডবল সেঞ্চুরি এবং একটি ট্রিপপল সেঞ্চুরি! গোটা অস্ট্রেলিয়া ‘ডন’কে নিয়ে আনন্দে মাতোয়ারা। ১৯৩০-এর মহা-মন্দা বা ‘গ্রেট ডিপ্রেশন’কে বুড়ো আঙুল দেখিয়ে তারা মাঠে আসছে কাতারে কাতারে, শুধু মাত্র ডনের ব্যাটিং দেখবে বলে…

যাই হোক, ম্যাচের প্রথম বলেই কিন্তু আউট সাউথ ওয়েলসের ওপেনার ওয়েন্ডেল বিল। দর্শকরা বোধহয় তখনও বোলারটিকে ভালো করে দেখেনি, বরং তারা আরও খুশি, উত্তেজিত কারণ তিন নম্বরে নামছেন ব্র্যাডম্যান! কিন্তু এ কী! এ যে মহা ছন্দপতন! প্রথম বলটি কোনক্রমে সামলে দিলেও, দ্বিতীয় বলটিই ডনকে বেসামাল করে তাঁর টুপি উড়িয়ে দিয়ে চলে গেল উইকেট-কিপারের হাতে। এতক্ষণে বোধহয় দর্শক খেয়াল করলো উইকেট-কিপার ওয়াটারম্যান দাঁড়িয়েছেন স্বাভাবিক পজিশনের বেশ কিছুটা পেছনে, প্রায় বাউন্ডারি লাইন আর উইকেটের মাঝামাঝি! এবার তৃতীয় বল। ব্যাট চালিয়ে এবারও পরাস্ত হলেন ডন; বল ব্যাট মিস করে উইকেট-কিপারের হাতে আছড়ে পড়লো। সত্যিকারের পেস বোলাররা এই আওয়াজটাই শুনতে চায়, ৮৫-৯০ মাইল বেগে ছোঁড়া বলটি যখন ব্যাটসম্যানকে সম্পূর্ণ ভাবে পরাস্ত করে, তখন কিপারের গ্লাভসে আছড়ে পড়ার এই আওয়াজটাই তাদের মধুর লাগে – গতি ঠিক আছে…

গিলবার্টের বলে ধরাশায়ী ব্র্যাডম্যান

এবার চতুর্থ বল। একই রকম বিদ্যুৎ গতি, এবার সপাটে লাগলো সোজা ব্যাটসম্যানের পেটে, যন্ত্রণায় ককিয়ে উঠলেন ডন, মাঠে বসে পড়লেন। মাঠের দর্শক বিহ্বল! কী দেখছে তারা… কোথাকার কোন অনামি পেস বোলারের বলে, ইংরেজদের পরাজিত করে আসা ডন নাকানি-চোবানি খাচ্ছেন! কে এই ছেলেটি? চোট পেয়ে ডন এবার কিছুটা সময় নিলেন পরের বলটি ফেস করার আগে।

বড় ব্যাটসম্যানদের থাকে গভীর আত্মসম্মান। যদি বার বার কোন বোলারের কাছে তাঁরা পরাস্ত হন, বা তাদের বলে আঘাত পান, তাহলে খুব স্বাভাবিক ভাবেই তাঁদের প্রবৃত্তি জাগে কাউন্টার অ্যাটাক করবার। ঠিক তাই-ই হল। পরের বলটি ছিল বাউন্সার। ব্র্যাডম্যান চকিতে হুক করতে গেলেন, কিন্তু অসম্ভব দ্রুতগতির বল ব্যাটের কানায় লেগে উইকেট-কিপারের তালুবন্দি হল। ডন ব্র্যাডম্যান আউট! পাঁচ বলে তাঁর রানের সংখ্যা শূন্য!

এডি গিলবার্ট

গোটা মাঠের দর্শক চুপ। মাঠে বোধহয় তখন শুধু কুইন্সল্যান্ড প্লেয়ারদের হাত মেলাবার আওয়াজ। কিন্তু যে ফাস্ট বোলার, যার নাম এডি গিলবার্ট, যার বলে ডন আউট হলেন, তাঁর সঙ্গে কেউ হাত মেলাল কি? ইতিহাস সে ব্যাপারে নীরব… এ হেন গিলবার্টের জীবন শেষ হয় ১৯৭৮ সালে, অলস্টোন পার্ক হসপিটালে। হতদরিদ্র, মদ্যপ, উদ্ভ্রান্ত একটি ভেঙ্গে পড়া মানুষ তখন তিনি। আত্মীয়-পরিজন প্রায় কেউ পাশে নেই, নেই চিকিৎসার প্রয়োজনীয় অর্থ। প্রায় ত্রিশ বছর পরে তাঁকে নিয়ে লেখা হবে গান, উদ্বোধন করা হবে তাঁর বোলিং অ্যাকশানে-রত মূর্তি। কিন্তু এরকম অসাধারণ একজন বোলারকে আমরা অস্ট্রেলিয়ার হয়ে খেলতেই দেখব না কোনোদিন। কেন?

অপহৃত প্রজন্মের কথা

এই ‘কেন’-র উত্তর জানতে গেলে আমাদের জানতে হবে অস্ট্রেলিয়ার ইতিহাস, জানতে হবে “Stolen Generations”-এর কথা।

ক্রিশ্চান মিশনারিতে অ্যাবরিজিনাল বাচ্চারা

‘এডি গিলবার্ট’ নামটা শুনে কী মনে হয়? নিশ্চয়ই সাদা চামড়ার কোন ক্রিশ্চান? কিন্তু আদপে তা নয়। এডি গিলবার্ট অস্ট্রেলিয়ার একজন aboriginal মানুষ। ১৯০৫ সালে জন্মানো এডির আসল নাম যদি কিছু থেকে থাকে, তা জানা যায় না। কারণ মাত্র তিন বছর বয়সেই সরকারি প্রকল্প অনুযায়ী তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিসবেনের কাছে বারাম্বা অ্যাবরিজিনাল রিসার্ভে। আজ্ঞে হ্যাঁ, সেখানেই তিনি বড় হন, এবং সেখানেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি। এডি গিলবার্ট-এর সময়কালে কুইন্সল্যান্ডের বেশ কিছু সহ-খেলওয়াড় তাঁর সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করতো না। বাকিরা ‘সহ্য’ করে নিত তাঁর উপস্থিতি। তাই স্বয়ং ডন ব্র্যাডম্যানকে আউট করা সত্ত্বেও কতজন টিম-মেট তাঁর সঙ্গে হাত মিলিয়েছিল, তা বলা মুস্কিল। কিন্তু কী এই অদ্ভুত সরকারি প্রকল্প?

ভোটের সময় পোস্টার

ভাবতে অবাক লাগে, শিহরিত হতে হয়, ১৯০৫ থেকে ১৯৭০ সাল অবধি সরকারি উদ্যগে অ্যাবরিজিনাল বাচ্চাদের তাদের বাবা-মা’র থেকে আলাদা করে নিয়ে যাওয়া হত কোন সরকারি বা ফেডেরাল হোমে, বা কোন ক্রিশ্চান মিশনে। সেখানেই তারা বড় হত, কাজ শিখত, তাদের ক্রিশ্চান নাম দেওয়া হত, তাদের ক্রিশ্চান সমাজে assimilate করে নেওয়ার চেষ্টা হত। অর্থাৎ আমাদের দেশের brown sahibs-দের মতো একটা আলাদা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা হত। শুধু তফাত এটাই যে এক্ষেত্রে প্রক্রিয়াটি অনেকগুণ বেশি বেদনাদায়ক। মা-বাবার কাছ থেকে আলাদা হওয়া এই বাচ্চাগুলি হয়তো জীবনে তাদের আসল বাবা-মায়ের পরিচয়ই পেত না, জানতেই পারতো না, তাদের পিতৃদত্ত কোনো নাম ছিল কিনা, যেমনটা হয়েছিল এডি গিলবার্টের ক্ষেত্রে। আবার অনেকে তাদের আগের পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হতো, কিন্তু মোদ্দা কথা হল যে কারণে তাদের আলাদা করা হয়েছিল অর্থাৎ শ্বেতাঙ্গ সমাজে আত্মীকরণ, সেটাই হতো না, বা আরও স্পষ্ট করে বললে হতে দেওয়া হতো না।

কুইন্সল্যান্ড টিমের সঙ্গে এডি অ্যালবার্ট

এর কারণ কী? কারণ – ইউরোপ শাসিত অন্যান্য উপনিবেশগুলোর মতোই গোটা অস্ট্রেলিয়া জুড়ে ছিল ভেদাভেদের চোরা স্রোত। অস্ট্রেলিয়ায় সাদাদের আধিপত্য বিস্তারের ইতিহাস বা তাদের সমাজের গঠন কিছু আলাদা হলেও আদিবাসীদের ক্ষেত্রে ইউরোপীয় প্রভুদের মনোভাব কিছু মাত্রায় আলাদা ছিল না। হ্যাঁ, Apartheid কথাটা হয়তো এখানে কোথাও ব্যবহার করা হত না, কিন্তু ‘কালো’ মানুষদের জন্য আলাদা দোকান নির্দিষ্ট ছিল, যেমন ছিল আলাদা স্কুল, আলাদা চাকরি। ১৯৬৭ সাল অবধি অস্ট্রেলিয়ার সংবিধানে অ্যাবরিজিনালদের কোন অস্তিত্বই ছিল না! দেশের ৩৪ শতাংশ মানুষ মনে করতেন ‘নিগ্রো’দের দেশে থাকতে দেওয়াই উচিত নয়, অর্থাৎ যে দেশের মাটিতে তারা পঞ্চাশ হাজার বছর ধরে বসবাস করেছে, সেখানেই তারা ব্রাত্য!

ফ্র্যাঙ্ক ওরেল – একটি বিপ্লবের শুরু

১৯৬১ সালে ফ্র্যাঙ্ক ওরেলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টিম অস্ট্রেলিয়া সফর করে। বর্ণবৈষম্যে ভরা এই দেশে এসে ক্যারেবিয়ান দ্বীপের এই খেলওয়াড়রা এমন খেলা খেললেন, অস্ট্রেলিয়ার ‘সাদা’ লোকেরাও তাদের তারিফ না করে থাকতে পারল না।

ফ্র্যাঙ্ক ওরেল

অস্ট্রেলিয়া সিরিজ জিতলেও নজর কাড়লেন ল্যান্স গিবস, কনরাড হান্ট, গ্যারি সোবারস, রোহণ কানহাই প্রমুখ। সিডনিতে দ্বিতীয় টেস্টে মাত্র ২৩৪ বলে ঝকঝকে ১৬৮ রান করলেন সার গ্যারি সোবারস। ল্যান্স গিবস আর অ্যালফ ভ্যালেনটাইন তুলে নিলেন আটটা করে উইকেট। সেই টেস্ট ওয়েস্ট ইন্ডিজ জিতল। চতুর্থ টেস্ট মেলবোর্নে – রোহণ কানহাই করলেন দুই ইনিংসে দুটি সেঞ্চুরি। মাত্র দুই উইকেটে অল্পের জন্যে হার বাঁচাল অস্ট্রেলিয়া। টেস্ট ড্র হল। পরিসংখ্যান বাদ দিয়েও অস্ট্রেলিয়ার মানুষ মুগ্ধ হল ফ্র্যাঙ্ক ওরেলের ক্যাপ্টেনসিতে। এর পরের বছরই ওরেল ভারতের বিরুদ্ধে ম্যাচে মাথায় চোট পাওয়া নরি কন্ট্র্যাক্টরকে বাঁচানোর জন্য রক্ত দান করবেন। সবার আগে ফ্র্যাঙ্ক ওরেলের সম্বন্ধে কিছু বলে নেওয়া দরকার।

ওয়েস্ট ইন্ডিজ টিমের প্রথম কৃষ্ণাঙ্গ ক্যাপ্টেন ওরেল জন্মেছিলেন বার্বাডোসে, কিন্তু জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন ত্রিনিদাদে। আবার মাত্র ৪২ বছর জীবৎকালের শেষ সময়টায় থেকেছিলেন জ্যামাইকায়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ডেন, এবং পরে জ্যামাইকান পার্লামেন্টে সেনেটর হয়েছিলেন। অর্থাৎ সোজা কথা বলতে গেলে নিজে অসাধারণ ব্যাটসম্যান হওয়া ছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ নামক দ্বীপপুঞ্জের বিভিন্ন আইল্যান্ডের যে নানা রকম সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, সেটার সঙ্গে তাঁর পরিচয় ছিল ভালোই। সেই কারণেই বোধয় তিনি সলোমন, গিবস, ওয়েস হল, গেরি অ্যালেক্সান্ডারের টিমটাকে এক সূত্রে বেঁধে ফেলতে পেরেছিলেন। বিভিন্ন দ্বীপের মধ্যে ভেদাভেদ, স্বজনপোষণের সমস্যা ওয়েস্ট ইন্ডিজে চিরকালের, এমনকী এখনও তা বর্তমান। সেই কারণে টিনো বেস্টের মতো প্রতিভাবান ফাস্ট বোলার যখন জীবনের প্রথম টেস্টের প্রথম ওভারে রিকি পন্টিংকে প্রায় আউট করে ফেলেন – তার গালিতে ক্যাচ ড্রপ করেন চন্দ্রপল – তখন ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটারও এই ডেবুট্যান্টকে সান্ত্বনা দিতে এগিয়ে যান না, একমাত্র ভ্যাসবারট ড্রেক্স ছাড়া, কারণ একমাত্র ড্রেক্স ছিলেন বেস্টের মত Bajan অর্থাৎ বার্বাডোসের লোক। পন্টিং সেই ইনিংসে শেষপর্যন্ত সেঞ্চুরি করে যান আর টিনো বেস্টকে আরও এক বছর অপেক্ষা করতে হয় তার প্রথম উইকেট পাওয়ার জন্য। ফ্র্যাঙ্ক ওরেল ১৯৬১ সালের টিমে এই সমস্যাটাই দূর করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ টিমের খুব কম অধিনায়কই এরকম ক্যারিস্মার অধিকারী। উপরন্তু, ওরেল ছিলেন জেন্টেলম্যান ক্রিকেটার। ব্যাটসম্যান আউট হলে, তার আম্পায়ারের ডিসিশনের অপেক্ষায় না থেকে ‘ওয়াক’ করাই সমীচীন – এমনটাই মনে করতেন। এখনকার আই.পি.এলে.-এর জমানায়, যেখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা বল, প্রতিটা রান, এক বিন্দু রক্তের থেকেও বেশি দামি হয়ে দাঁড়ায়, সেখানে ফ্র্যাঙ্ক ওরেল কী বলতেন তা সত্যিই জানতে ইচ্ছা করে। ওরেলের ওয়েস্ট ইন্ডিজ টিমকে সেবার ফেয়ারওয়েল জানাতে ৫০০,০০০ লোক জড় হয়েছিল মেলবোর্নের রাস্তায়। ওরেলদের নিয়ে যাওয়া হয়েছিল হুড-খোলা গাড়িতে করে। বর্ণ-বিভেদ ভরা দেশে এহেন জন-উচ্ছাস কল্পনার অতীত। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বাই-ল্যটারাল সিরিজের ট্রফির নাম হল ‘ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি।’ জন্ম হল এক কিংবদন্তির!

পরিবর্তনের হাওয়া

ফ্র্যাঙ্ক ওরেলদের এই অস্ট্রেলিয়া সফরের সবচেয়ে বড় পাওনা হল, দেশের কৃষ্ণাঙ্গ আদিবাসীরা এক অদ্ভুত আত্মবিশ্বাস লাভ করল। ওয়েস্ট ইন্ডিজের এই অ্যাথলেটিক চকচকে কালো মানুষগুলি যেন তাদেরই দূর-সম্পর্কের আত্মীয়, এমনটাই মনে হতে লাগলো তাদের। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার এই খেলা যেন কালো আর সাদা মানুষদের মধ্যে খেলা, যেখানে সাদারা শেষ পর্যন্ত জয় লাভ করবে ঠিকই, কারণ তাদের আছে আন্তর্জাতিক মানের খেলার পরিকাঠামো, ভালো খেলার সরঞ্জাম, সব রকম সুযোগ সুবিধা, এবং সর্বোপরি অস্ট্রেলিয় প্লেয়ারদের আছে দুর্দমনীয় জেতার মানসিকতা। খেলাও হচ্ছে তাদের ঘরের মাঠে। কাজেই সিরিজ তারা জিতবেই। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ অবধি দেখে ছাড়বে, নিংড়ে নেবে তাদের যাবতীয় স্কিল, টেমপারামেন্ট ও মনের জোর। আর সেই সঙ্গে ক্যালিপ্সো ঘরানার ক্রিকেট খেলে মন জিতে নেবে দর্শকদের।

‘সাদা’ অস্ট্রেলিয়া যেখানে ক্রিকেট খেলবে নিয়মে বেঁধে, কিপটের মতো, প্রয়োজনে কুৎসিত-ভাবে স্লেজিং করবে বিপক্ষকে, তাদের উদ্দেশ্য কেবল যেন-তেন-প্রকারনে ম্যাচটা জেতা। সেখানে তাদের ‘আপন জন’ কালো ওয়েস্ট ইন্ডিজ খেলবে হৃদয় উজাড় করে, মাঠের ক্যানভাসে তুলির টানে ছবি আঁকবে গ্যারি সোবারস, রোহণ কানহাই, ল্যান্স গিবস-রা, বোম্বার জেটের মতো বিশাল ওয়েস হল বল হাতে ছুটে আসবে বাউন্ডারি লাইনের বোলিং মার্ক থেকে। খেলা হবে স্বতঃস্ফূর্ত আনন্দের মতো, যেখানে ব্যাটসম্যান আউট হলে ব্যাট বগলদাবা করে সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা দেবে – আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। হাজার হোক, ম্যাচে জেতাটাই তো এখানে বড় কথা নয়, সঠিক ‘স্পিরিটে’ খেলাটাই আসল।

নেভিল কারডাস

পরিবর্তন ঘটল সাদা ক্রিকেট প্রভুদের মানসিকতাতেও। যে খেলাটা এতদিন শুধু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ও নিউজিল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা এখন ছড়িয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়ার মতো ‘কালো’ দেশগুলোতেও। এইসব দেশের প্লেয়াররা সম্মান আদায় করে নিচ্ছে, মন জিতে নিচ্ছে দর্শকদের। কাজেই ক্রিকেটের সঙ্গে জড়িত উন্নাসিকতা আর বজায় রাখা সম্ভব হচ্ছে না। একটা সময়ে ছিল যখন খুব সুচারুভাবে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের সঙ্গে জন্তু-জানোয়ারের তুলনা করা হতো। নেভিল কারডাসের মতো নামী সুলেখকের মতে লিয়ারি কন্সট্যানটাইনের ব্যাটিং প্যান্থারের মতো আক্রমণত্মক ও হিংস্র – “The batsmanship of the jungle।” অ্যান্ডি রবার্টস ঘুমন্ত বেড়ালের মতো শিকারের অপেক্ষা করে, বারনার্ড জুলিয়েন নেকড়ের মতো দৌড়য়, মাইকেল হোল্ডিংকে (ঘোড়া হিসাবে) রেসের মাঠে নামিয়ে দিলেই হয়। কারডাসের মতে ১৯২৮ সালের লর্ডসে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ টিমের ছয়জনের গায়ের রঙ ‘আবলুশ কাঠের’ মতোই কালো, তিনজন ‘চকলেট ব্রাউন’…

বর্তমান পাঠক হয়তো এই ধরনের লেখা পড়ে ক্ষুব্ধ হয়ে পড়ছেন, কিন্তু তখনকার সময়ে এটা খুবই সাধারণ ঘটনা, নিছকই ইয়ার্কি। ওয়েস্ট ইন্ডিজের কালো প্লেয়াররা যেন অন্য গ্রহের প্রাণী, ঠিক মানুষ নয়…। এই অবস্থার একটা বড় পরিবর্তন হতে শুরু করল ফ্র্যাঙ্ক ওরেলের সফরটার পর থেকে, অল্প অল্প করে। সাধারণ মানুষ এই ধরনের নিম্নমানের ‘মজা’ আর ভালভাবে নিল না। রিপোর্টাররা তাদের ভাষা সংযত করতে বাধ্য হল। এর পরে আরও আশ্চর্যের ব্যাপার ঘটল যখন ১৯৭৫ সালে তরুণ ক্যাপ্টেন ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সফর করল। ওয়েস্ট ইন্ডিজের এই টিম তখন বেশ ছন্নছাড়া। ওরেল এবং তার সোবার্সের পর সেরকম ভালো অধিনায়ক টিমটা পায়নি। বিভিন্ন দ্বীপগুলোর মধ্যে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে নানা রকম বিচ্ছিন্নতাবোধ। কাজেই তরুণ নেতা গায়ানার ক্লাইভ লয়েডের উপর নজর ছিল অনেকেরই, এবং যে কোনো ভুলচুকের জন্য তাঁর মাথার উপর খাঁড়া অপেক্ষায় ছিল। এই অবস্থায় নিউ সাউথ ওয়েলসের তরুণ ক্রিকেটার পল নিউম্যান অস্ট্রেলিয়ার বদলে আনকোরা ওয়েস্ট ইন্ডিয়ানদেরই সমর্থন করলো। এডি গিলবার্টের মতোই পল “Stolen Generation kid।” যদিও তার পুরনো পরিবারের সাথে তার যোগাযোগ ছিল, সে বড় হয়েছে এবং ক্রিকেট খেলতে শিখেছে একটি ক্রিশ্চান মিশনে। পলের নিজের কথাতেই –

আমি ওদের (ওয়েস্ট ইন্ডিয়ানদের) সাথেই বেশি রিলেট করতে পারতাম নিজেকে। ওরা যখন মাঠে খেলত তখন মনে হত এই বর্ণবিদ্বেষকেই যেন এক হাত নিচ্ছে। ওদের হাসি-মস্করা কালো মানুষের হাসি-মস্করা, আমি স্পষ্ট তা বুঝতে পারতাম। ওরা যখন টিভিতে ইন্টার্ভিউ দিত, যেভাবে কথা বলত, যেন আমরাই সেভাবে কথা বলতাম। ওদের সমর্থন করাটা আমার কাছে ‘ইন্সটিংটিভ রিয়াকশন’…

পলের মতো এরকম অনেক অ্যাবরিজিনাল মানুষ সেবার ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করল। সবচেয়ে বড় সার্টিফিকেট এলো বোধহয় অস্ট্রেলিয় ক্যাপটেন ইয়ান চ্যাপেলের কাছ থেকে।

ইয়ান চ্যাপেল

সিরিজ শুরু হওয়ার আগেই ইয়ান পরিষ্কার বলে দিলেন, “If I hear any comment prefixed with the word “black” you’ll have a problem with me.” ব্যক্তিগত ভাবে অনেক ওয়েস্ট-ইন্ডিয়ান প্লেয়ার ইয়ানের বন্ধু ছিলেন, এবং তিনি পরিষ্কার বিশ্বাস করতেন, “Life is not about your skin. You’re either a good bloke or a prick, and colour’s got bugger all to do with it…”

দামি কথা। তার থেকেও বড় কথা অস্ট্রেলিয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকের বক্তব্য এটি। গোটা সিরিজের মাপকাঠি এতেই নির্দিষ্ট হয়ে গেল। অস্ট্রেলিয়া তাদের চিরাচরিত আক্রমণত্মক ক্রিকেট খেলল। লিলি-টমসন জুটি ত্রাস সঞ্চার করল। অনভিজ্ঞ, কিন্তু প্রতিভাধর ওয়েস্ট-ইন্ডিজ অসাধারণ খেলে পার্থের টেস্ট জিতলেও সিরিজে দুরমুশ হল ৪-১-এ। ওয়েস্ট-ইন্ডিজের হয়ে নজর কাড়লেন পেস জুটি রবার্টস-হোল্ডিং, এবং ব্যাটে রয় ফ্রেডরিক্স, লয়েড প্রমুখ। গোটা সিরিজে প্রচুর স্লেজিং হওয়া সত্ত্বেও বর্ণবিদ্বেষ-মূলক কোন মন্তব্য করা হয়নি। অস্ট্রেলিয় দর্শকও ওয়েস্ট-ইন্ডিজকে স্বীকার করে নিল, দিল তাদের যোগ্য সম্মান। বর্ণবিদ্বেষ হয়তো একদিনেই মুছে গেলো না, শতাব্দি-প্রাচীন কলঙ্ক ধুতে সময় লাগে, কিন্তু নিঃসন্দেহে তা অনেক অংশে হ্রাস পেল।

উপকথন

লয়েডের ওয়েস্ট-ইন্ডিজ টিম

সিরিজের শেষে একটি পাবে বসে এক মাগ বিয়ার নিঃশেষিত করে পরাজিত অধিনায়ক ক্লাইভ লয়েড তার সঙ্গী ভিভিয়ান রিচার্ডসের কাছে অঙ্গীকার করে শুধু একটা কথাই বললেন, “Never Again…”

এই ওয়েস্ট-ইন্ডিজ টিমই যে পরের বছর থেকে শুরু করে প্রায় দুই দশক বিশ্ব-ক্রিকেটের উপর ছড়ি ঘোরাবে, তা তখন কে জানতো…

 

তথ্যসূত্র

James, C. L. R. (1993). Beyond a boundary. Durham, NC: Duke Univ. Press.
Lister, Simon. (2015). Fire in Babylon: How the West Indies cricket team brought a people to its feet. NY: Vintage Books.
Wills, Clair. (2017). Lovers and strangers: An immigrant history of post-war Britain. UK: Allen Lane.
ছবি – প্রথম ছবি  উইকিপেডিয়া। ক্রিস কুক-এর আঁকা ছবি ‘দ্য টেকিং অফ দ্য চিল্ড্রেন।’  অন্যান্য ছবি অন্তর্জাল থেকে সংগৃহীত।

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, IBM-এ কর্মরত। নেশা প্রধানত বই পড়া, রান্না করা এবং খাওয়া-দাওয়া। পানরসে বঞ্চিত হলেও, ভীষণ খাদ্যরসিক। সঙ্গী বন্ধুরাও প্রশ্রয় দিয়ে থাকেন. ভালো সিনেমা/ সিরিজ পেলে রাত জেগে দেখে শেষ করা (এবং পরের দিন লুকিয়ে-চুরিয়ে ঘুমিয়ে নেওয়ার) নজির আছে অনেক। ইংরাজি-বাংলা দুই ভাষাতেই "হাত" বাড়িয়েছেন। লেখা প্রকাশিত হয়েছে কিছু কিছু ম্যাগাজিনে; যেমন বহুমুখি, ঋতবাক, চেন্নাই ডেলি, ইত্যাদি। বন্ধুদের পরামর্শে ইংরাজি লেখাগুলির নিমিত্ত একটি ব্লগও শুরু করেছেনঃ https://samikshansengupta.wixsite.com/samscorner

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Kalarab Ray , May 19, 2021 @ 8:48 pm

    It was Greg Chappell (and not Ian Chappell) who was the Australian captain in the home Test series versus West Indies in 1975-76. And Australia won the 6-match series by 5-1 (not 4-1).

  • Kalarab Ray , May 27, 2021 @ 11:53 am

    During the 1960-61 tour of Australia by West Indies, the second Test was held at Melbourne (not at Sydney, as written here), Garry Sobers made 168 in 3rd Test (not 2nd Test, as written here) at Sydney, and Rohan Kanhai scored both innings centuries in 4th Test at Adelaide (not at Melbourne, as written here) where Australia saved the match by drawing it with an unfinished LAST wicket (not by saving the match by two wickets, as written here) partnership of 66 between Ken Mackay & Lindsay Kline.
    Request the author / editors to check the corresponding scorecards available with renowned Websites like ESPN Cric Info (or similar ones), and make necessary corrections.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *