বেশ কিছুদিন অনুপস্থিত থাকার পর আবার ফিরে এল আপনাদের প্রিয় অবসর পত্রিকা। এবার আত্মপ্রকাশ নতুন রূপে, ত্রৈমাসিক হিসেবে। আপাততঃ আমাদের পরিকল্পনা বছরে চারটি সংখ্যার- যথাক্রমে শীত, নববর্ষ, বর্ষা ও উৎসব। শুরু হল ২০২০র উৎসব সংখ্যা দিয়েই।
বছরের শুরুতে জানা যায়নি যে কি সাংঘাতিক বিপদের মুখে পড়তে চলেছি আমরা। বিপদ অবশ্য এখনো কাটেনি, কিন্তু তার মধ্যেও আমরা শুরু করলাম আমাদের নতুন পথচলা। আশাকরি আপনাদের সবাইকেই আবার পাশে পাব।
এখন আমাদের বিভাগসূচী নিম্নরূপঃ
প্রচ্ছদকথা
সাহিত্য
শিল্প- সংস্কৃতি
দর্শন- রাজনীতি- ইতিহাস
নারী ও সমাজ
বিজ্ঞান ও প্রযুক্তি
ক্রীড়াজগৎ
আমাদের ইচ্ছে পরবর্তীকালে আরো বিভাগ যোগ করার।
আমরা অত্যন্ত মর্মাহত এই বিপদের কালে আমরা হারিয়েছি ‘অবসর’ পত্রিকার দুই মুখ্য উপদেষ্টাদের । তাঁরা শ্রী শংকর সেন ও জিয়াউদ্দীন তারিক আলি। তাঁদের স্মৃতিচারণ দিয়েই শুরু হল আমাদের প্রথম সংখ্যার প্রচ্ছদ কথা।
প্রথম সংখ্যাতেই যে আমরা বেশ কিছু বৈচিত্র্য আনতে পেরেছি তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের লেখকমণ্ডলীর কাছে। খুবই অল্পসময়ে তাঁরা আমাদের চাহিদামত লেখা তুলে দিয়েছেন নির্দিষ্ট সময়েই। আমাদের সমস্ত পরামর্শ, তাগাদা তাঁরা হাসিমুখে মেনে নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের আশা ভবিষ্যতেও আমরা তাঁদের এভাবেই পাশে পাব। যোগ দেবেন আরো নতুন লেখক। যোগাযোগের ঠিকানা রইল, উষ্ণ আমন্ত্রণ রইল, পুরনো, নতুন সকল লেখকদের জন্য।
লেখাগুলি সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, লেখকরা সকলেই আপনাদের পূর্বপরিচিত।
একটা কথা বলার, আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি এই অদ্ভুত সঙ্কটজনক পরিস্থিতিকে। এই সময় যাঁদের হারিয়েছি তাঁদের সম্পর্কে রইল কিছু শ্রদ্ধার্ঘ্য।
আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় রইলাম আমরা সবাই।
উৎসবের কাল আনন্দে কাটুক সকলের। মানবসভ্যতা বহু সঙ্কট পার হয়ে এসেছে, সুতরাং আমাদের আশাবাদী হতে আদৌ কোন বাধা নেই।
ভুবনজোড়া সব পাঠকদের জন্য আমাদের রইল আন্তরিক শুভকামনা।
4 Comments