প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

ছবিতে কামারপুকুর ও জয়রামবাটি (আগে যা প্রকাশিত হয়েছে)

২২. দেরে গ্রামের ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম

শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেরে গ্রামে বাস করতেন। গ্রামের জমিদার রামানন্দ রায়ের অত্যাচারে সর্বস্বান্ত হয়ে ভিটেমাটি ছেড়ে পরম সুহৃদ সুখলাল গোস্বামীর আহবানে কামারপুকুরে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে আসেন। সুখলাল ক্ষুদিরামকে কয়েকটি কুঁড়ে ঘর ও কিছু ধানের জমি দান করেন। সেই দেরে গ্রামেই ক্ষুদিরামের বাস্তুভিটায় শ্রীরামকৃষ্ণ মন্দির ও সেবাশ্রম তৈরী হয়েছে। ২০০২ খৃষ্টাব্দের ৮ ই সেপ্টেম্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্কালীন সহাধ্যক্ষ স্বামী গহনানন্দ মহারাজ সেবাশ্রম মন্দিরের দ্বারোদঘাটন ও শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন।

৬১ নং চিত্র

৬২ নং চিত্র

৬৩ নং চিত্র

৬১ নং চিত্রে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের প্রবেশ দ্বার, ৬২ নং চিত্রে মূল মন্দিরটি এবং ৬৩ নং চিত্রে মন্দির প্রতিষ্ঠার তথ্য সম্বলিত ফলক দেখা যাচ্ছে।

৬৪ নং চিত্র

৬৫ নং চিত্র

৬৬ নং চিত্র

৬৪ নং চিত্রে যে কুঁড়ে ঘরটি দেখা যাচ্ছে সেটি ক্ষুদিরামের বাসস্থানের প্রতীক হিসাবে তৈরী। মন্দিরের কাছেই শ্মশানেশ্বর শিব মন্দিরটি ৬৫ নং চিত্রে দেখা যাচ্ছে। মন্দিরের সীমানার মধ্যেই ৬৬ নং চিত্রে দেখান পুকুরটি 'তেল পুকুর' নামে খ্যাত।

দীপক সেনগুপ্ত

 

 

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।