কামারপুকুর
ও জয়রামবাটি বেড়াতে গিয়ে কিছু ছবি
তোলা হয়েছিল। এর সঙ্গে প্রেক্ষাপটের
বর্ণনা জুড়ে দিয়ে যে 'সচিত্র ভ্রমণ
কাহিনী' তৈরী হবে তার কোন আগাম
পরিকল্পনা ছিল না। থাকলে ঠাকুর
ও শ্রীশ্রীমায়ের স্মৃতি বিজড়িত
সন্নিহিত আরও অনেক জায়গার ছবি ও
কাহিনী লিপিবদ্ধ করে বিস্তৃত আকারে
তা প্রকাশ করা যেত। বিভিন্ন বই
ও প্রকাশিত প্রবন্ধে পরিবেশিত সূত্র
থেকে চিত্র-পরিচিতি ও সংশ্লিষ্ট
তথ্য সংগৃহীত হয়েছে। শ্রীরামকৃষ্ণ
ও শ্রীমাকে নিয়ে বহু বই লেখা হয়েছে
এবং এখনও হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র
থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা অনেক
সময় সাপেক্ষ এবং কিছুটা গবেষণার
কাজ হয়ে দাঁড়ায়। সে চেষ্টা করা
হয় নি। সেটা উদ্দেশ্যও নয়। শুধু
তথ্যের বর্ণনা অনেক সময় নীরস হয়ে
পড়ে। তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ছবিটি
সামনে রেখে যারা কল্পনাকে উদ্দীপ্ত
করতে এবং ভাবের জগতে বিচরণ করতে
ভালবাসেন, এই সচিত্র কাহিনী সাধারণভাবে
তাদের সাহায্য করবে বলে মনে হয়।