ছবিতে
কামারপুকুর ও জয়রামবাটি
(আগে
যা প্রকাশিত হয়েছে)
২৮.
সারাটি মায়াপুরে চন্দ্রমণিদেবীর
বাস্তুভিটা
হুগলী
জেলায় কামারপুকুর থেকে প্রায়
১৪ মাইল দূরে সারাটি মায়াপুর
গ্রাম। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের
মা চন্দ্রমণি দেবীর বাস্তুভিটা
বর্তমান। এখানে এখনও পল্লীগ্রামের
সেই শান্ত নির্জন পরিবেশ। ১৯৯৫
খৃষ্টাব্দে এই বাস্তুভিটার ওপর
'শ্রীরামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম'
স্থাপিত হয়েছে। ইতি মধ্যে প্রায়
১০ বিঘা জমি সংগৃহীত হয়েছে, কিছুটা
ক্রয় ও কিছুটা দানের মাধ্যমে।
৮৮ নং চিত্রে সেবাশ্রমটি দেখা
যাচ্ছে। ৮৯ ও ৯০ নং চিত্রে দেখা
যাচ্ছে সেবাশ্রমের প্রবেশদ্বার
ও ভিতরে ঠাকুর, মা ও স্বামীজীর
ছবি। ৯১ নং চিত্রে আশ্রম সন্নিহিত
একটি পুকুর।
চিত্র
৮৮
চিত্র
৮৯
চিত্র
৯০
চিত্র
৯১
দীপক
সেনগুপ্ত