ছবিতে
কামারপুকুর ও জয়রামবাটি
(আগে
যা প্রকাশিত হয়েছে)
২৩.
গড় মান্দারণ
গড় মান্দারণ একটি ঐতিহাসিক স্থান।
শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গে
আছে "কামারপুকুরের দক্ষিণ-পূর্ব
বা অগ্নিকোণে মান্দারণ গ্রাম।
চতুষ্পার্শস্থ গ্রাম সকলকে শত্রুর
আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত
পূর্বে কোন কালে একটি দুর্ভেদ্য
দূর্গ প্রতিষ্ঠিত ছিল। পার্শ্ববর্তী
ক্ষুদ্রকায় আমোদর নদের গতি কৌশলে
পরিবর্তিত করিয়া উক্ত গড়ের পরিখায়
পরিণত করা হইয়াছিল।" বিস্তীর্ণ
এলাকা জুড়ে বড় বড় স্তূপের ধ্বংসাবশেষ
এখনও দেখা যায়। গেট থেকে ২ কিলোমিটার
হাঁটা পথে গেলে এখানে গৌড়াধিপ
হোসেন শাহের সেনাপতি ইসমাইল গাজির
সমাধি মন্দির আছে। এখানের দুর্গটি
মোগল আমলের এবং দুর্গের অনেকটাই
মাটির নীচে চাপা পড়ে রয়েছে বলে
অনুমান করা হয়। বঙ্কিমচন্দ্র
রচিত 'দুর্গেশনন্দিনী' গ্রন্থে
এই দুর্গের উল্লেখ আছে।
চিত্র
৬৭
চিত্র ৬৮
চিত্র ৬৯
৬৭
ও ৬৮ নং চিত্রে গড়ের ভিতরের দুটি
ছবি এবং ৬৯ নং চিত্রে পরিখার
একাংশ দেখা যাচ্ছে। যদিও শ্রীরামকৃষ্ণের
সঙ্গে গড় মান্দারণের প্র্ত্যক্ষভাবে
কোন যোগাযোগ আছে বলে কোথাও উল্লেখ
করা নেই, তবুও কামারপুকুরের নিকটবর্তী
ঐতিহাসিক স্থান হিসাবে অনেকেই
এটার উল্লেখ করেছেন।
২৪.
মায়ের মন্দির ও পুণ্যপুকুর
শ্রীশ্রীমায়ের পিতা রামচন্দ্র
মুখোপাধ্যায়ের আদি বাস্তুভিটা
ছিল এখন যেখানে মায়ের নতুন মন্দির
তৈরী হয়েছে তার থেকে সামন্য দূরে
দক্ষিণ-পশ্চিম দিকে। সারদা মা
এই পুরান বাড়ীতে ৫০ বছরেরও বেশী
সময় বাস করেছেন। তারপরে ভক্তের
ভিড় ক্রমশঃ বাড়তে থাকলে স্বামী
সারদানন্দ ১৯১৬ খৃষ্টাব্দের মে
মাসে পুণ্যপুকুরের পাশেই একটি
নতুন বাড়ী তৈরী করান। শ্রীশ্রীমা
এই বাড়ীতে প্রায় ৪ বছর বাস করেছেন।
এই নতুন বাড়ী সম্বন্ধে শ্রীশ্রীসারদাপুঁথিতে
বলা হয়েছে -