ছবিতে
কামারপুকুর ও জয়রামবাটি
(আগে
যা প্রকাশিত হয়েছে)
২৭.
কোয়ালপাড়া আশ্রম
জয়রামবাটি
থেকে ৪ মাইল দূরে কোয়ালপাড়া।
১৩১৩ বঙ্গাব্দে আমেরিকা থেকে
ফিরে স্বামী নির্মলানন্দ ও স্বামী
ধীরানন্দ জয়রামবাটিতে শ্রীমায়ের
সঙ্গে দেখা করতে যান। পথে কোয়ালপাড়ায়
কেদারনাথ দত্তের সঙ্গে দেখা হয়।
কেদারনাথ তখন গ্রামের স্কুলে
শিক্ষকতা করতেন। তিনি এই দুই
স্বামীজীর সৌম্য শান্ত ভাব দেখে
অত্যন্ত আকৃষ্ট হন এবং দুই স্বামীজীকে
তিনি নিজের বাড়ীতে নিয়ে যান।
তাদেরই উপদেশে কেদারনাথ জয়রামবাটিতে
মাকে দর্শন করতে গেলে শ্রীমা
কেদারনাথকে ঠাকুরের ও স্বামীজীর
দুখানি ফটো দেন। ১৩১৬ সালে ভক্ত
কেদারনাথ কোয়ালপাড়ায় আশ্রম স্থাপন
করেন এবং সেখানে অধ্যক্ষ হন।
ইনি পরে স্বামী কেশবানন্দ নামে
পরিচিত হন। ১৩১৫ সালে ঠাকুরের
জন্মোৎসব উপলক্ষ্যে উৎসব হয় এবং
নিত্য পূজা শুরু হলে মঠের সূত্রপাত
হয়। পরে ১৩১৮ সালের ৭ই অগ্রহায়ণ
শ্রীমা ঠাকুরের ও নিজের ফটো পূজা
করে এখানে প্রতিষ্ঠা করেন। কোলকাতায়
যাতায়াতের সময় মা প্রায়ই এখানে
বিশ্রাম নিতেন। শ্রীশ্রীমা নিজেই
এস্থানকে নিজের বৈঠকখানা বলে
অভিহিত করেছেন। ৮৬ নং চিত্রে
কোয়ালপাড়া আশ্রম এবং প্রবেশ পথের
সামনেই যে আমগাছটি দেখা যাচ্ছে
সেটি মায়ের আম খেয়ে ফেলে রাখা
আঁটি থেকে গজিয়ে ওঠা গাছ। ৮৭
নং চিত্রে জয়রামবাটি থেকে কোয়ালপাড়া
যাবার রাস্তায় একটি বহু প্রাচীন
শীতলা মন্দির।
৮৬
নং চিত্র
৮৭
নং চিত্র