ছবিতে
কামারপুকুর ও জয়রামবাটি (আগে
যা প্রকাশিত হয়েছে)
২৫.
সিংহবাহিনীর মন্দির
শ্রীশ্রীমা সারদাদেবী
গ্রন্থের রচয়িতা স্বামী গম্ভীরানন্দজীর বর্ণনায়, "পুণ্যপুকুরের
দক্ষিণ পাড় হইয়া যে গ্রাম্য রাস্তা গিয়াছে উহার দক্ষিণ
পার্শ্বে, পুণ্যপুকুরের পূর্বপাড়ে ও দক্ষিণ পাড়ের
পূর্বকোণে, মোড়লপাড়া। মোড়লপাড়ার দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধ
সিংহবাহিনীর মাড়ো বা দেবালয়। সিংহবাহিনী ও তাহার সঙ্গিনীদ্বয়
একাসনে ও ঁমনসাদেবী অন্য আসনে স্থাপিতা। মুখুজ্যেরাই
দেবীর পুরোহিত। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী
তখন একখানি খড়ের চালায় থাকিতেন, বর্তমানে পাকা ভিতের
উপর টিনের চালা হইয়াছে।" একবার শ্রীশ্রীমা চক্ষুপীড়ায়
আক্রান্ত হয়ে পড়েন এবং ভাই উমেশের অনুরোধে সিংহবাহিনীর
মন্দিরে আরোগ্যের জন্য প্রার্থনা করেন। দৈব নির্দ্দিষ্ট
ওষুধ সেবনে সুস্থ হয়ে উঠলে তিনি জিজ্ঞাসিত হলে বলতেন
যে তিনি সিংহবাহিনীর কৃপায় সুস্থ হয়েছেন। সেই থেকে
সিংহবাহিনীর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ে। মা যখন
পাল্কীতে করে কোথাও যেতেন, তখন গ্রামে সিংবাহিনী রয়েছেন
বলে গ্রামের মধ্যে পাল্কীতে উঠতেন না। গ্রামের বাইরে
বেড়িয়ে গিয়ে উঠতেন। ৭৩ নং চিত্রে সিংহবাহিনীর মন্দিরের
বর্তমান রূপ, ৭৪ নং চিত্রে মন্দিরের অন্তর্ভাগ ও ৭৫
নং চিত্রে মন্দিরের একটি প্রাচীন রূপ দেখা যাচ্ছে।
৭৩ নং চিত্র
৭৪ নং চিত্র
৭৫ নং চিত্র