অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।


অবসর সম্পর্কে

 

অবসর এর আত্মপ্রকাশ ২০০২ এ। সুমিত রায়ের তৈরী হরফ ফন্ট দিয়ে অবসরের সূচনা। ২০১৪ র এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে গেছে হরফ। কিন্তু লেখাগুলি হারিয়ে যায় নি। হরফ সংস্করণে সেগুলি পাওয়া যাবে। অবসরের নতুন লেখাগুলি শুধু ইউনিকোডেই প্রকাশিত হচ্ছে।

অবসর মূলতঃ তথ্যের ওয়েবসাইট। বিভিন্ন বিভাগের লেখাগুলি দেখলেই কী ধরণের লেখা এখানে প্রকাশিত হয় - সে বিষয়ে একটা ধারণা পাবেন। অবসর-এ লেখা পাঠাতে চাইলে UNICODE ফন্টে লিখে সেটা word ফাইল হিসেবে পাঠান। PDF বা অন্য কোনও format-এ নয়। অন্যান্য নিয়মাবলির জন্যে এইখানে ক্লিক করুন। প্রকাশিত লেখার জন্যে কোনও সম্মান-দক্ষিণার ব্যবস্থা নেই।

UNICODE-এ লেখার জন্য অভ্র কী-বোর্ড বা গুগল ট্র্যান্সলিটারেশন ব্যবহার করতে পারেন। ইমেল-এ লেখা ও ছবি পাঠাবার ঠিকানা - editor.abasar@gmail.com


সম্পাদক: সুজন দাশগুপ্ত
প্রযুক্তিবিদ: সুমিত রায়
উপদেষ্টামণ্ডলী: শঙ্কর সেন (সভাপতি), জয়ন্ত কুমার মিত্র, শমীতা দাশ দাশগুপ্ত, শেখর বসু, সুমিত রায়, ভাস্কর বসু, দীপক সেনগুপ্ত ও জিয়াউদ্দীন তারেক আলী


( অবসর সম্পর্কে আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

আপনার মতামত অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হবে।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.