প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

নারী-নির্যাতন সংক্রান্ত কিছু আইন

পতিতাবৃত্তি নিরোধ আইন, ১৯৫৬ (১৯৭৮ ও ১৯৮৬ সালে সংশোধিত)
পণ নিবারণী আইন, ১৯৬১ (১৯৮৪ ও ১৯৮৬ সালে সংশোধিত)
ফৌজদারি কার্যবিধি আইন, ১৯৭৩
ভারতীয় দণ্ডবিধি ৪৯৮-এ ধারা
ধর্ষণ ও শ্লীলতাহানি সম্পর্কিত আইন
অশালীন রূপে নারীদেহ প্রদর্শন নিরোধ আইন, ১৯৮৬
সতী-প্রথা নিরোধ আইন, ১৯৮৭
পরিবার পরিকল্পনা (ভ্রুণমোচন) সংক্রান্ত আইন
কর্মক্ষেত্রে যৌন-হেনস্থা নিরোধের নির্দেশাবলী, ১৯৯৭


পতিতাবৃত্তি নিরোধ আইন, ১৯৫৬ (১৯৭৮ ও ১৯৮৬ সালে সংশোধিত)

এই আইন অনুসারে দেহব্যবসা বা অন্য কোনও যৌন অপরাধের উদ্দেশ্যে কোনও নারী বা অপ্রাপ্তবয়স্কা কন্যাসন্তানের ক্রয় বা বিক্রয় একটি অপরাধ। পতিতালয় পরিচালনা করা বা পতিতালয় থেকে অর্থ উপার্জন করা এই আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ। অর্থাত্ এই আইনের বলে নারী পাচারকারীরা,
সঙ্গে যুক্ত দালালরা, পতিতালয়ের মালিক ও পরিচালক - সবাই অপরাধীদের তালিকায় পড়বে।

পণ নিবারণী আইন, ১৯৬১ (১৯৮৪ ও ১৯৮৬ সালে সংশোধিত)

এই আইন অনুসারে যে-কোনও ধরণের পণ চাওয়াই হল দণ্ডনীয় অপরাধ। শুধু তাই নয় পণ দেওয়াটাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে।পণ বা যৌতুক বলতে বোঝাচ্ছে: বিবাহের কারণে বিবাহের আগে, বিবাহের সময় বা বিবাহের পরে যে কোন সম্পত্তি বা মূল্যবান দলিল ইত্যাদি* যা দেওয়া হচ্ছে।
(* এখানে উল্লেখযোগ্য যে, এই উপহারগুলি যদি প্রথা অনুযায়ী হয় এবং যে দান করছে - তার আর্থিক সঙ্গতির মধ্যে হয় - তাহলে এটির জন্য কোনও শাস্তি প্রয়োগ করা হবে না। কোন রকম দাবী ছাড়া বর- বধুকে কিছু উপহার দেওয়া হলে - সেটি শাস্তির আওতায় আসবে না। তবে এই উপহারগুলির একটি বিস্তারিত তালিকা রাখতে হবে।)

এই আইনে নিম্নোলিখিত বিধানগুলি আছে:

• পণ দিলে, পণ নিলে, অথবা পণ দেওয়া নেওয়ার ব্যাপারে কোনওরকম সাহায্য করলে ৫ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ১৫,০০০ টাকা (অথবা যৌতুকের মূল্য - যেটি বেশি পরিমান) জরিমানা হবে। তবে আদালত কারণ দেখিয়ে কারাদণ্ডের সময় কমাতে পারে। (বিশেষ দ্রষ্টব্য: এই অভিযোগগুলিতে অভিযুক্ত হলে, অভিযুক্ত ব্যক্তিদেরই প্রমাণ করতে হবে যে তারা নিরপরাধ)।
• প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পণের দাবী করলে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। যদি কোন খবরের কাগজে বিজ্ঞাপন মারফত্ পণের প্রলোভন দেখানো হয়, তাহলে সেই বিজ্ঞাপনদাতার ও কাগজের মুদ্রক, প্রকাশক ও প্রচারকের ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে উভয়ক্ষেত্রেই আদালত কারণ দেখিয়ে কারাদণ্ডের সময় ৬ মাস থেকে কমাতে পারে।
• কেবল নির্যাতিতা নারী নয়, যে কোন সমাজকল্যানমূলক প্রতিষ্ঠানের অভিযোগও আদালতে মামলার জন্য গ্রাহ্য হবে।
• এই অপরাধে অভিযুক্তরা কোন জামিন পাবে না এবং তাদের নিজেদের মধ্যে কোন আপোস করার সুযোগ দেওয়া হবে না।
• অভিযোগ যে কোন সময়েই আনা চলবে - তার জন্য কোনও সময়সীমা বাঁধা নেই।
এই আইনের সঙ্গে ভারতীয় দণ্ডবিধির আরও দুটি ধারা যোগ করা হয়েছে। তার বলে, পণজনিত মৃত্যু বন্ধ করার জন্য এই আইনে বিধান আছে যে, বিয়ের সাত বছরের মধ্যে কোনও নারীর অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশকে সে ব্যাপারে তদন্ত করতে হবে। পণজনিত কারণে মৃত্যু ঘটলে অপরাধীদের ৭ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হবে।

এছাড়া,যদি কোন স্বামী বা তার আত্মীয় বধূর প্রতি নিষ্ঠুর আচরণ করে যাতে বধূটি আত্মহত্যা করতে প্ররোচিত হয় বা তার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের হানি হয়, তাহলে তার (বা তাদের) ৩ বছরের পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। সম্পত্তি বা অন্যান্য বে-আইনী আর্থিক দাবী মেটাবার জন্য (বা মেটাতে না পারার জন্য) বধূকে উত্তক্ত করাটাও উপরোক্ত নিষ্ঠুর আচরণের সংজ্ঞায় পরবে।


ফৌজদারি কার্যবিধি আইনের ১২৫ থেকে ১২৮ ধারা, ১৯৭৩

এই আইনের বলে ডিভোর্স বা বিবাহ-বিচ্ছেদ হলে নারীরা নিজেদের ও সন্তানদের ভরণপোষণের জন্য কোর্টে আবেদন করতে পারেন এবং কোর্টে যাতে এগুলির দ্রুত নিäপত্তি হয় তার বিধান আছে। এই আইন যখন প্রণয়ন করা হয়েছিল, তখন সমস্ত নারীদের জন্যই এটি প্রযোজ্য ছিল। কিন্তু ১৯৮৬ সালের মুসলিম আইন অনুযায়ী, মুসলিম নারীরা সাধারণভাবে আর এই আইনের অন্তর্গত নন।

ভারতীয় দণ্ডবিধি ৪৯৮-ক ধারা

বধূ-নির্যাতন বন্ধ করার উদ্দেশ্যে এই ধারাটি ফৌজদারি আইনে যুক্ত করা হয়। এই আইন অনুসারে স্বামী বা তাঁর কোনও আত্মীয় বধূর ওপর নির্যাতন করলে, তাঁরা গুরুতর অপরাধী বলে গণ্য হবেন। নির্যাতিতা বধূ নিজের নিরাপত্তার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে, পুলিশ সেই অভিযোগ নথিবদ্ধ করবে এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করবে। যুক্তিসঙ্গত হলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য।


ধর্ষণ ও শ্লীলতাহানি সম্পর্কিত আইন

ধর্ষণ ও শ্লীলতাহানি বন্ধ করার জন্য কোনও নির্দিষ্ট আইন নেই। এটিকে বন্ধ করার জন্য সাধারণত ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় সাক্ষ্য আইনের সাহায্য নেওয়া হয়।


অশালীন রূপে নারীদেহ প্রদর্শন নিরোধ আইন, ১৯৮৬

বিজ্ঞাপনে ও অন্যান্য গণমাধ্যমে নারী শরীরকে অশালীন ভাবে প্রদর্শন বন্ধ করার জন্য এই আইনটি পাশ করা হয়।


সতী-প্রথা নিরোধ আইন, ১৯৮৭

সতীদাহ বহুদিনই এদেশে আইনত বন্ধ। কিন্তু রাজস্থানের কম বয়সী বিধবা রূপ কানোয়ারকে তাঁর মৃত স্বামীর সঙ্গে করে দাহ করা হলে - এই নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। এর ফলে ১৯৮৭ সালে সতী-প্রথা নিরোধের একটি আইন পাশ করা হয়। এই আইনে বলা হয়েছে যে, সতীপ্রথায় নারীদের স্বেচ্ছামৃত্যু হয় না, এটি একটি হত্যাকাণ্ড। এই সতীপ্রথা অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তিদানের বিধান এই আইনে আছে। এছাড়া এ আইনে বলা হয়েছে যে, সতীপ্রথাকে গৌরবান্বিত করার চেষ্টা করাও একটি অপরাধ।


পরিবার পরিকল্পনা (ভ্রুণমোচন) সংক্রান্ত আইন

১৯৭১ সালে ডাক্তারী উপায়ে গর্ভমোচন আইন (Medical Termination of Pregnancy Act, 1971) প্রণয়ন করা হয় মেয়েদের সুরক্ষার কথা চিন্তা করে। এই আইন অনুসারে রেজিস্টারড ডাক্তারদের দিয়ে গর্ভমোচন করানো যাবে তিনটি ক্ষেত্রে:

• ভ্রুণমোচন না করলে মেয়েটির শারীরিক বা মানসিক স্বাস্থ্যের বিশেষ হানি সম্ভাবনা আছে।
• গর্ভস্থ শিশুর শারীরিক অথবা মানসিক কিংবা অন্য কোন গুরুতর প্রতিবন্ধকতা প্রকাশ পাবার আশঙ্কা রয়েছে।
• বলাত্‍‌কার-জনিত কারণে অথবা জন্ম-নিরোধ পদ্ধতি কাজ না করার দরুন গর্ভ-সঞ্চার হয়েছে এবং গর্ভ-মোচন না করলে মায়ের মানসিক-স্বাস্থ্যের বিশেষ হানি ঘটতে পারে।
বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে গর্ভস্থ শিশুর লিঙ্গ কি হবে - পরীক্ষা করে নির্ণয় করা সম্ভবপর হয়েছে। যেহেতু আমাদের সমাজে বহু লোক কন্যা সন্তানকে একটা দায় বলে গণ্য করেন, এই বিজ্ঞানের সুযোগ নিয়ে অনেক পরিবারই বধূদের গর্ভমোচন করিয়ে কন্যা-ভ্রুণকে নষ্ট করা শুরু করলেন। এটি বন্ধ করার জন্যই ১৯৯৪ সালে ভ্রুণ-পরীক্ষা প্রযুক্তি (অন্যায় প্রয়োগ) আইনটি (Pre-natal diagnostic Techniques [Prevention of Misuse] Act, 1994) প্রণয়ন করা হল। এই আইনটিতে বলা রয়েছে:

• আইনসঙ্গত ভাবে রেজিস্ট্রিকৃত ব্যক্তিরা ছাড়া কেউ কোনও প্রজনন পরামর্শকেন্দ্র বা গবেষণাগার খুলতে পারবেন না।
• কোনও ব্যক্তি, সংগঠন, প্রজনন পরামর্শকেন্দ্র অথবা চিকিত্সাকেন্দ্র ভ্রুণের লিঙ্গ-নির্ণয় সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দিতে পারবেন না।
• কয়েকটি বিশেষ কারণেই* গর্ভবতীর নারীর আত্মীয় বা তার স্বামী গর্ভস্থ শিশুকে পরীক্ষা করাতে আসতে পারেন।
*বিশেষ কারণগুলির কয়েকটি হল: গর্ভবতী নারীর বয়স ৩৫ বছরের বেশি; তার কোনও সংক্রামক ব্যধি আছে বা তার বংশে মানসিক ব্যধি বা অন্য কোনও জিনগত অসুখ আছে; নারীটি কোনও বিশেষ ক্ষতিকারক ওষুধ খেয়েছে বা রেডিয়েশন নিয়েছে।
• এই প্রযুক্তি প্রয়োগের আগে সংশ্লিষ্ট ডাক্তারকে সন্তান-সম্ভবা মাতাকে পরীক্ষার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করতে হবে এবং এ-ব্যাপারে মেয়েটির লিখিত সন্মতি নিতে হবে।
• কোনও ক্ষেত্রেই সন্তানসম্ভবা নারী বা তার আত্মীয়দের ভ্রুণের লিঙ্গ কি জানানো চলবে না।
ভ্রুণপরীক্ষার কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এই আইনের বিধি না মেনে চললে কঠোর শাস্তির বিধান (প্রথম অন্যায়ের জন্য তিন বছরের জেল ও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং পরবর্তী বার বিধি-লঙঘনের জন্য ৫ বছরের জেল ও ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা) এই আইনে রয়েছে।


কর্মক্ষেত্রে যৌন-হেনস্থা (সেক্সুয়াল হ্যারাসমেণ্ট)নিরোধের নির্দেশাবলী, ১৯৯৭

১৯৯৭ সালে বিশাখা রায় মামলায় সুপ্রীম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়ে যৌনহেনস্থা বন্ধ করার জন্য একটি নির্দেশ জারি করেন। এই নির্দেশই এখন আইন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আইন সব নারীকর্মীর ক্ষেত্রেই প্রযোজ্য - তাঁরা সরকারি বা বেসরকারি অফিস, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় - যে ধরণের প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাকুন না কেন। এই নির্দেশ অনুসারে কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে যৌন-হেনস্থার প্রতিরোধ এবং প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য।

[আইন বিষয়ক যে-সব আলোচনা অবসর-এ রয়েছে তার উদ্দেশ্য সাধারণ ভাবে আইনের ব্যাপারে পাঠকদের অবহিত করা। এই আলোচনা কোনও ভাবেই উকিলের পরামর্শের বিকল্প নয়। কারোর আইন সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, তাঁর উচিত সরাসরি কোনও আইনজ্ঞের পরামর্শ গ্রহণ করা।]

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।