প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

শ্রীলঙ্কা ভ্রমণ (দ্বিতীয়াংশ)

সীতা আম্মান মন্দির ও অশোক বাটিকা : রাবণ সীতা হরণের পর, তাঁকে বন্দী করে রেখেছিলেন এই অশোক কাননে। যে অশোক গাছটির তলায় বসে সীতা রামের ধ্যান করতেন, সেটি আজও সেখানেই আছে। হনুমান যখন রামের বার্তা নিয়ে সীতার কাছে গেছিলেন, অশোক বনে, যে পাথরের ওপর দাঁড়িয়ে হনুমান সীতাকে রামের অঙ্গুরীয় দিয়েছিলেন, সেই পাথরে তাঁর পায়ের ছাপ আজও আছে। যে ঝরনায় সীতা স্নান করতেন। সেটা আজও বইছে সেই জায়গা দিয়ে। দক্ষিণী স্থাপত্য অনুসরণ করে একটি মন্দির আছে এখানে।

বন্য হাতী জলাশয়ের পাশে

সেই ঝরনা


সমুদ্র সৈকত, বেনটোটা : এখানে যাওয়ার পথে পড়বে Turtle Hatchery. তারপরে বেনটোটা নদীতে নৌকা ভ্রমণ। ভল লাগবে দুটো জায়গাই।



গল ( Galle) : এটি শ্রীলঙ্কার একটি অন্যতম বন্দর শহর। বিগত ১০০-বছর এইটিই ব্যাবহার হত। দক্ষিণে এইটি একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর শহর। এখানে ওলন্দাজ এবং পর্তুগীজদের তৈরি বিশাল দুর্গ আছে, যা “ World Heritage site” হিসাবে চিহ্নিত। লোকের বিশ্বাস; এই শহরটি আর প্রাচীন। Old Testament-এর “Tarshish” হল এই শহর। এই বন্দরে রাজা সলোমন তাঁর বাণিজ্য জাহাজ পাঠাতেন। আর “জোনাঃ” ভগবানের কাছ থেকে পালিয়ে, এই শহরে আত্মগোপন করেছিলেন। দুর্গটি পরে ইংরাজেরা ও ব্যাবহার করেছে, তাদের রাজত্ব কালে।


পরের দিন শুরু হল আমাদের ঘরে ফেরার পালা। গল থেকে কলম্বো, সেখান থেকে চেন্নাই। শ্রীলঙ্কার জন সাধারণ অদ্ভুত রকমের শান্ত। রাস্তাঘাট খুবই পরিষ্কার। পথেঘাটে মানুষ সুশৃঙ্খল। ভাবতেও অবাক লাগে এতটুকু একটি দ্বীপ রাজ্য, অথচ কি সুন্দর ও পরিষ্কার তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ৮০% সিংহলী বৌদ্ধ, ১৩% হিন্দু, ৭% মুসলমান। প্রধানত পর্যটন শিল্প ৯০% সরকারের রোজগার। অল্পদিনের ভ্রমণের জন্য দ্বীপটি আদর্শ।

সুবীন দাশ

(আগের পাতা)

 

(আপনার মন্তব্য জানানোর জন্যে ক্লিক করুন)

অবসর-এর লেখাগুলোর ওপর পাঠকদের মন্তব্য অবসর নেট ব্লগ-এ প্রকাশিত হয়।

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।