গল
( Galle) : এটি
শ্রীলঙ্কার একটি অন্যতম বন্দর শহর। বিগত ১০০-বছর
এইটিই ব্যাবহার হত। দক্ষিণে এইটি একমাত্র গুরুত্বপূর্ণ
বন্দর শহর। এখানে ওলন্দাজ এবং পর্তুগীজদের তৈরি
বিশাল দুর্গ আছে, যা “ World Heritage site” হিসাবে
চিহ্নিত। লোকের বিশ্বাস; এই শহরটি আর প্রাচীন।
Old Testament-এর “Tarshish” হল এই শহর। এই বন্দরে
রাজা সলোমন তাঁর বাণিজ্য জাহাজ পাঠাতেন। আর “জোনাঃ”
ভগবানের কাছ থেকে পালিয়ে, এই শহরে আত্মগোপন করেছিলেন।
দুর্গটি পরে ইংরাজেরা ও ব্যাবহার করেছে, তাদের
রাজত্ব কালে।
পরের দিন শুরু হল আমাদের ঘরে ফেরার পালা। গল থেকে
কলম্বো, সেখান থেকে চেন্নাই। শ্রীলঙ্কার জন সাধারণ
অদ্ভুত রকমের শান্ত। রাস্তাঘাট খুবই পরিষ্কার।
পথেঘাটে মানুষ সুশৃঙ্খল। ভাবতেও অবাক লাগে এতটুকু
একটি দ্বীপ রাজ্য, অথচ কি সুন্দর ও পরিষ্কার তা
না দেখলে বিশ্বাস করা কঠিন। ৮০% সিংহলী বৌদ্ধ,
১৩% হিন্দু, ৭% মুসলমান। প্রধানত পর্যটন শিল্প
৯০% সরকারের রোজগার। অল্পদিনের ভ্রমণের জন্য দ্বীপটি
আদর্শ।
সুবীন
দাশ
(আগের
পাতা)