অগ্নীশ্বর সরকার ১৯৮২ সালের ২ জানুয়ারি বর্ধমান জেলার কালনায় জন্মগ্রহণ করেন। ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বর্তমানে কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি গভীর আগ্রহ থাকায় ‘আনন্দমেলা’, ‘সাপ্তাহিক বর্তমান’, ‘বিচিত্রপত্র’, ‘জলফড়িং’, ‘সর্বভূতেষু’, ‘কচিপাতা’, ‘ইলশেগুঁড়ি’, ‘কালি কলম মনন’, ‘মেঘমুলুক’, ‘অক্ষরের রূপকথা’ সহ বহু পত্র-পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তাঁর একক গ্রন্থ ‘তোমার জন্য’ ও ‘পৌষালী’ পাঠকমহলে বিশেষ প্রশংসিত হয়েছে।
সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি ‘মাতৃ অর্ঘ্য সম্মাননা’ (২০১৮), ‘সারা ভারত স্কুল রাইটিং প্রতিযোগিতা’য় দ্বিতীয় স্থান (২০১৯), এবং ‘রেনেসাঁস সাহিত্যসম্মান’ (২০২৪) অর্জন করেন।
তিনি ‘আনন্দকানন’ পত্রিকার সম্পাদক এবং নানা সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত।