প্রায় পঞ্চাশ বছর ধরে লেখিকা প্রবাসী। ১৯৮২ সালে ইত্যাদি প্রকাশনী তাঁকে ‘পরিবর্তন’ পত্রিকার আমেরিকা প্রতিনিধি নিযুক্ত করে। সেই সময় থেকে অভিবাসী জীবনযাত্রা নিয়ে সাপ্তাহিক কলাম লিখেছেন। ১৯৯১ সাল থেকে সাপ্তাহিক বর্তমানে লিখেছেন। এছাড়াও দেশ, আনন্দমেলা, আন্তরিক, অতলান্তিক, উদয়ন, দুকূল, ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন। বহু বইও প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি সাংস্কৃতিক জীবনের অন্যতম দিকপাল আলোলিকা।
Nothing Found
It seems we can't find what you're looking for. Perhaps searching can help.