বাসবদত্তার প্রথাগত পড়াশোনা কলকাতায়। ছোট থেকেই অতিরিক্ত অসুস্থ থাকার কারণে খেলাধুলোয় অংশগ্রহণ খুব একটা সম্ভব হত না। মা বাবা এনে দিতেন বই। বই গিলত মেয়েটা। সেই নেশাটাই রয়ে গেল। পরবর্তীকালে কলকাতা ছেড়ে অন্য শহরে বছর দশেক সফটওয়্যার প্রোগ্রামিং এর কাজ করেছেন। বর্তমানে স্বেচ্ছায় গৃহবন্দী গৃহবধূ। মাথায় অনেক কথা, যা কোথাও খুঁজে পাওয়া যায় না। তা খুঁজতেই আঙুল আর ল্যাপটপের সহাবস্থান হল একদিন। আর চেষ্টা শুরু হল না বলা কথাগুলো লেখার।