It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
বিমল কুমার বসাক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে BE, ME ও PhD করেছেন। চল্লিশ বছর উপর তিনি ঢালাই শিল্প (ফাউন্ড্রি), বিশেষ করে আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে কাজ এবং গবেষণা করেছেন। ২০০৪-২০০৫ সালে ইন্সটিটিউট অফ ইনডিয়ান ফাউন্ড্রিম্যানের সর্বভারতীয় সভাপতি ছিলেন। ২০১৪ সালে অবসর নেন।
গাছের ছাল, কাঠ, ভাঙ্গা দেওয়াল, খানাখন্দ ইত্যাদির ব্যবহার করে কম্প্যুটারে ছবি আঁকা একটা শখ। ‘অবসর’ ওয়েব পত্রিকায় এই নিয়ে এবং ‘চিত্রে ভ্রমণ’ নিয়ে বেশ কিছু লেখা আগে লিখেছেন।