বুমা ব্যানার্জীর জন্ম, শিক্ষা ও কর্মক্ষেত্র কলকাতা হলেও বর্তমানে কানাডাবাসী। পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তথ্যপ্রযুক্তি বিভাগে চাকরি করেছেন। লেখালেখির শুরু বিভিন্ন ওয়েব ম্যাগাজিনে। জয়ঢাক, একপর্ণিকা, ম্যাজিক ল্যাম্প, নিউ জার্সি থেকে প্রকাশিত অভিব্যক্তি ও অবসর পত্রিকায় নিয়মিত লেখেন। কিশোর ভারতী পত্রিকায় লেখা প্রকাশিত ও পুরস্কৃত হয়েছে। কল্পবিশ্ব ও জলফড়িং পত্রিকায় প্রকাশ পেয়েছে ছোটগল্প। সম্প্রতি অন্তরীপ পত্রিকার বিশেষ সংখ্যায় লেখা প্রকাশিত ও পুরস্কৃত হয়েছে। এছাড়া বিভিন্ন সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে কিছু ছোটগল্প ও অণুগল্প। ভেল অফ টেলস্ অডিও স্টোরি চ্যানেলে উপস্থাপিত হয়েছে একটি উপন্যাসিকা। একক গ্রন্থ প্রকাশ করা সামনের লক্ষ্য।