It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
দেবপ্রিয় বাগচী ওরফে বাবলের অভিনয় জগতে পা রাখার শুরু বাংলাতে স্যাটেলাইট টিভি জনপ্রিয় হওয়ার সময় থেকেই। অঞ্জন দত্তের হাফ – চকোলেট (২০০০) দিয়ে যাত্রা শুরু, সহ অভিনেতারা ছিলেন পরমব্রত, নীল এবং মৌ। ‘স্পন্দন’, ‘এখানে আকাশ নীল’, ‘মৈনাক উপাখ্যান’, ‘চেনা মুখের সারি’, অগ্নিপরীক্ষা ইত্যাদি সিরিয়ালেও অভিনয় করেছেন। ২০১৮তে একেনবাবু ওয়েবসিরিজে দেবপ্রিয় প্রমথ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া লকডাউনের সময় তাঁর শিকাগোর এপার্টমেন্ট থেকেই একটি মুখ্য চরিত্রে অভিনয় করে দেবালয় ভট্টাচার্যের ‘Pabitra Puppies’ ওয়েবসিরিজে অংশগ্রহণ করেন। শুধু অভিনেতা নয়, বাংলা ও ইংরেজি গানের গায়ক হিসেবেও দেবপ্রিয় বাংলা ছবি ও গানের জগতে পরিচিত। HMV Saregama তাঁর গানের দুটি মিউজিক এলবামও প্রকাশ করেছেন।
আপাততঃ দেবপ্রিয় শিকাগো তে থেকেই তাঁর অভিনয় ও গানের চর্চা বজায় রাখছেন।
