দেবশ্রী রায়

বর্ধমানে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠা বাড়ি হুগলী জেলার বৈঁচিতে। বিবাহসূত্রে ভোঁপুরের বাসিন্দা ছিলেন, তবে এখন সপরিবারে চুঁচুড়ায় থাকেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক। পেশায় স্কুলশিক্ষক, বর্তমানে হুগলীর মগরার একটি হাইস্কুলে শিক্ষকতা করেন, নেশায় আদ্যন্ত পাঠক, তুমুল সাহিত্যপ্রেমী। সেই অদম্য পাঠতৃষ্ণা ও অনন্ত পাঠ নেশাই তাঁকে বাধ্য করেছে কলম ধরতে। সাহিত্যে নিজের অপরিসীম ভালবাসার জায়গাগুলি বারবার তুলে ধরতেই তাঁর লেখাযর প্রয়াস।

Nothing Found

It seems we can't find what you're looking for. Perhaps searching can help.