It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
ধূর্জটি প্রসাদ চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৬২ সালে, যাদবপুর থেকে ১৯৮২ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক। WWF India and Indian Institute of Cerebral palsy এর সঙ্গে যুক্ত এবং এই দুটি সংস্থায় ইকোলজি এবং শিশুদের অটিজম রোগ – এই দুটি বিষয় নিয়ে তাঁর লেখালেখি।
শখের লেখালেখি এবং বাস্তুবিদ্যার ইতিহাস (ecological history) চর্চা তাঁর বিশেষ পছন্দের বিষয়। প্রকাশিত বইগুলির নাম, সাঁওতালি-বাংলা অভিধান, বিবিধ আলেখ্য, গোবিন্দ সামন্ত, রামায়ণ – প্রকৃতি, পর্যাবরণ ও সমাজ, নিবেদিতার বয়ানে ইত্যাদি।