দিলীপ কুমার ঘোষ

বিংশ শতাব্দীর সত্তরের দশকের মাঝামাঝি জন্ম হাওড়ার দফরপুর গ্রামে। নরসিংহ দত্ত কলেজে পাঠ শেষ করে রবীন্দ্রভারতী থেকে বাংলায় স্নাতকোত্তর। প্রথম জীবনে রানার, রাজ্য-সরকারি অফিসের কনিষ্ঠ কেরানি। বর্তমান পেশা শিক্ষকতা। নেশা বইপড়া, ক্রিকেট, সিনেমা, ক্যুইজ। নিমগ্ন পাঠক, সাহিত্যচর্চায় নিয়োজিত সৈনিক। 'ডাকবাংলা.কম', 'আরও আনন্দ' অ্যাপ, 'বিচিত্রপত্র' ওয়েবসাইট, দ্বিভাষীয় আন্তর্জালিক 'থার্ড লেন'-এ ছোটগল্প; 'সুখপাঠ', 'উদ্ভাস' পত্রিকায় রম্যরচনা; 'জলফড়িং' পত্রিকায় কিশোর গল্প এবং 'বাংলা লাইভ.কম'-এ শিশুতোষ গল্প, ছড়া ও প্রবন্ধ প্রকাশিত। একাধিক গল্প সংকলনের অন্যতম গল্পকার।

Nothing Found

It seems we can't find what you're looking for. Perhaps searching can help.