It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
বিংশ শতাব্দীর সত্তরের দশকের মাঝামাঝি জন্ম হাওড়ার দফরপুর গ্রামে। নরসিংহ দত্ত কলেজে পাঠ শেষ করে রবীন্দ্রভারতী থেকে বাংলায় স্নাতকোত্তর। প্রথম জীবনে রানার, রাজ্য-সরকারি অফিসের কনিষ্ঠ কেরানি। বর্তমান পেশা শিক্ষকতা। নেশা বইপড়া, ক্রিকেট, সিনেমা, ক্যুইজ। নিমগ্ন পাঠক, সাহিত্যচর্চায় নিয়োজিত সৈনিক। 'ডাকবাংলা.কম', 'আরও আনন্দ' অ্যাপ, 'বিচিত্রপত্র' ওয়েবসাইট, দ্বিভাষীয় আন্তর্জালিক 'থার্ড লেন'-এ ছোটগল্প; 'সুখপাঠ', 'উদ্ভাস' পত্রিকায় রম্যরচনা; 'জলফড়িং' পত্রিকায় কিশোর গল্প এবং 'বাংলা লাইভ.কম'-এ শিশুতোষ গল্প, ছড়া ও প্রবন্ধ প্রকাশিত। একাধিক গল্প সংকলনের অন্যতম গল্পকার।