ইন্দিরা চক্রবর্তী

১৯৯২ সাল থেকে মহিলাদের অধিকার রক্ষা সংক্রান্ত কাজে ব্রতী। নির্যাতিতাদের সাহায্যার্থে টেক্সাসে সংগঠিত দুটি দক্ষিণ এশিয়/এশিয় সংস্থার রূপায়নের অংশীদার তিনি। ২০০০ সাল থেকে ক্যালিফর্নিয়ায় বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত –লক্ষ্য নারী সমানাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্য পূরণ করা।। বর্তমানে একটি ননপ্রফিট সংস্থায় সাপোর্ট গ্রুপ পরিচালনা করেন এবং ক্যালিফোর্নিয়ার ‘মৈত্রী’ সংস্থায় স্বেচ্ছাসেবক।

নিঃশঙ্ক পৃথিবী

নিঃশঙ্ক পৃথিবী যে দেশের পুরুষ জাতির দয়া নাই, ধর্ম নাই, ন্যায় অন্যায় বিচার নাই, হিতাহিত বোধ নাই, সদ্বিবেচনা নাই, কেবল…