It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
কৌশিক সেনগুপ্ত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু প্রশিক্ষণ পদার্থবিজ্ঞানে। প্যাশন হল পপুলার লেভেলে এ বিজ্ঞানভিত্তিক রচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের SUNY-বাফেলো এবং লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে কর্মজীবন শুরু। গবেষণার ফল প্রকাশ করেছেন বহু নামি আন্তর্জাতিক জার্নালে। আর সহযোগিতা করেছেন সর্বদেশীয় এবং NASA বিজ্ঞানীদের সঙ্গে। ক্রমে আগ্রহী হয়ে উঠেছেন গাণিতিক কম্পিউটিং এবং সফটওয়্যার ডিজাইনে। অবশেষে IBM সংস্থায় যোগদান এবং অবসর গ্রহণের পর ফুল টাইম লেখার কাজে হাত। প্রথম বই, 'Are We Alone? Humankind's search for extraterrestrial civilizations।' মহাবিশ্বে আমরা একা কিনা, অর্থাৎ মানবসদৃশ আর কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব আছে কিনা, সে সব প্রাচীন প্রশ্নের উত্তরের খোঁজে জ্যোতির্বিজ্ঞানীদের প্রয়াসের কথা এই বইয়ের বিষয়।