মধুমিতা রায়

মধুমিতা রায় পেশায় একজন শিক্ষিকা। বিভিন্ন ধরনের বই পড়ার নেশা ছোটোবেলা থেকেই, যেটা পরবর্তী সময়ে বৃদ্ধি পেয়েছে। মধুমিতা নিজেকে খুব একটা বাকপটু বলে মনে করেন না। একদিন খেয়াল করলেন যে প্রচুর বক্তব্য জমে গেছে যা বলে উঠতে পারেননি! তখন থেকেই নিয়মিত লেখা শুরু করেন। স্কুল ও কলেজের ম্যাগাজিনে লিখতেন। বর্তমানে বিভিন্ন লেখালেখি সংক্রান্ত ইভেন্টে অংশগ্রহণ করে সফলতা এসেছে এবং লেখার উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে। বহু শারদীয় পত্রিকা এবং যৌথ সংকলনে মধুমিতার লেখা প্রকাশিত হয়েছে।

চিরচেনা প্রফুল্ল রায়

চিরচেনা প্রফুল্ল রায় সাহিত্যিক প্রফুল্ল রায়সাহিত্য জগতে নক্ষত্র পতন। নক্ষত্র পতন আসলে কোনও মৃত্যু নয়, মৃত্যু তো কেবল শোকের রেশ…